নেপালের দুর্ঘটনাগ্রস্ত বিমানের ৭২ জন যাত্রীর মধ্যে অন্তত ৬৭ জন নিহত
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : নেপালে বিমান দুর্ঘটনায় অন্তত ৬৭ জনের মৃত্যু হয়েছে বলে জানাল সংবাদ সংস্থা এফপি।
কাঠমাণ্ডু থেকে পোখরা গামী ওই বিমানে মোট ৭২ জন সওয়ারি ছিলেন। তাঁদের মধ্যে ৪ জন বিমানের চালক এবং ক্রু সদস্য।
এএফপি জানিয়েছে, বিমানে ৫৩ জন নেপালি এবং ৫ ভারতীয়সহ ১৫ জন বিদেশি যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে ছিল ছ’জন শিশুও। এঁদের অধিকাংশেরই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) সকালে কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে জানানো হয়, পুরাতন বিমানবন্দর এবং পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে বিধ্বস্ত হওয়া ইয়েতি এয়ারলাইন্সের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
এরইমধ্যে ওই বিমানে থাকা ৬৮ যাত্রীর তথ্য প্রকাশ করেছে নেপালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তালিকায় দেখা যায়- যাত্রীদের মধ্যে পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান, দুইজন দক্ষিণ কোরিয়ান, একজন আইরিশ এবং একজন অস্ট্রেলিয়ান ছাড়াও একজন ফরাসি ও একজন আর্জেন্টাইন নাগরিক ছিলেন।
বাকি ৫৩জন নেপালের নাগরিক ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।