স্মার্টফোনের জন্য শক্তিশালী পাসওয়ার্ড তৈরির উপায়
গাজীপুর কণ্ঠ, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন এখন নিত্যসঙ্গী। দৈনন্দিন বিভিন্ন কাজে এর ব্যবহার রয়েছে। আর কাজের সূত্রে স্মার্টফোনে অনেক গুরুত্বপূর্ণ ছবি, ফাইল সংরক্ষণ করতে হয়। পাশাপাশি ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার বিষয়টিও মুখ্য। সেলফোন বা স্মার্টফোনের সুরক্ষায় পাসওয়ার্ডের ব্যবহার অন্যতম। তবে পাসওয়ার্ড শক্তিশালী না হলে তা ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে। শক্তিশালী পাসওয়ার্ড তৈরিতে তথ্য দিয়েছে গ্যাজেটস থ্রিসিক্সটি।
প্রযুক্তির উন্নয়নের সঙ্গে হ্যাকারদের আক্রমণ ও প্রতারণার কৌশলেও পরিবর্তন আসছে। অসচেতন হলে মুহূর্তের মধ্যেই মোবাইলে প্রবেশ করে কিংবা ব্যাংক অ্যাকাউন্ট থেকে তথ্য, অর্থ হাতিয়ে নেয়া সম্ভব। তাই শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার গুরুত্বপূর্ণ। পাসওয়ার্ড তৈরিতে বেশকিছু পন্থা অনুসরণ করতে হয়।
প্রথমত, পাসওয়ার্ড তৈরির সময় ইংরেজি শব্দ ব্যবহার করা যাবে না।
দ্বিতীয়ত, পাসওয়ার্ড বড় করতে হবে। এক্ষেত্রে অধিকাংশ ওয়েবসাইটে ৮-১৮ শব্দের মধ্যে পাসওয়ার্ড লেখার কথা বলা হয়।
তৃতীয়ত, পাসওয়ার্ড লেখার সময় বড় ও ছোট হাতের বর্ণ, অক্ষর, বিশেষ সাইন ব্যবহার করতে হবে। এতে পাসওয়ার্ডটি ইউনিক হয় এবং চাইলেই শনাক্ত সম্ভব হয় না।
চতুর্থত, পাসওয়ার্ড তৈরির সময় অনেকে নিজের নাম, আপন জনের নাম, জন্মতারিখ, এসব ব্যবহার করে।
এগুলো কখনই পাসওয়ার্ডে ব্যবহার করা যাবে না।
শেষ ধাপে, পাসওয়ার্ডের কথা অন্য কাউকে জানানো যাবে না। শক্তিশালী পাসওয়ার্ড দেয়া হলেও অনেক সময় অসাবধানতাবশত সেগুলো হ্যাক হয়ে যায়। তাই পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখা যাবে না।