অর্থনীতিআলোচিতসারাদেশ

বাণিজ্য মেলায় নারীদের শ্লীলতাহানি: এক যুবক আটক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূর্বাচলে চলা ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়’ নারীদের শ্লীলতাহানির অভিযোগে সোহেল (৩৮) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে মেলার দর্শনার্থীরা।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে মেলার নারীদের সামগ্রীর দোকান থেকে তাকে আটক করে দর্শনার্থীরা।

সোহেল নারায়ণগঞ্জ সদর উপজেলার ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকার বাসিন্দা। এ সময় তার আরেক সহযোগী পালিয়ে যান।

জানা গেছে, শুরু থেকেই ক্রেতাশূন্যতায় ভুগছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। কেনাবেচার জন্য ছুটির দিনের ভরসায় ছিলেন বিক্রেতারা। তাই হয়েছে। শুক্রবার ছুটির দিনে উপচে পড়া ভিড় দেখা গেছে মেলায়। তবে লোকসমাগম হলেও আশানুরূপ বিক্রি হচ্ছে না বলে দাবি ব্যবসায়ীদের। এদিকে দুপুরে মেলা প্রাঙ্গণে সোহেল ও তার সহযোগী নারীদের প্যাভিলিয়নে গিয়ে ভিড়ের মধ্যে নারীদের গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করছিল। সে সময় এক ভুক্তভোগী চিৎকার করলে তাকে উপস্থিত লোকজন ধরে পুলিশে সোপর্দ করেন।

ডিএসবির পরিদর্শক শহীদুল ইসলাম খান সংবাদ মাধ্যমকে বলেন, ‘সোহেলকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাঁর এক সহযোগীকে ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button