দেশ স্বাধীন হয়েছে বলেই এত উন্নয়ন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। রাস্তা-ঘাট, বিদ্যুৎ, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, একদিনে একসঙ্গে ১০০ সড়ক উদ্বোধন করা হয়। এ দেশ যদি স্বাধীন না হতো এগুলো হওয়ার প্রশ্ন ছিল না। পাকিস্তানের ২৩ বছর এ দেশে কিছু হয় নাই। দেশ স্বাধীন হয়েছে বলেই আজকে এত উন্নয়ন।
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) কর্তৃক আয়োজিত ‘মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের’ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বনে।
মন্ত্রী বলেন, তখন দেশে সাড়ে ৭ কোটি লোক ছিল, খাদ্য ঘাটতি ছিল ২৪ লক্ষ মেট্রিক টন। আর এখন ১৭ কোটি লোক, খাদ্যে ঘাটতি নেই। যদি ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যা করা না হতো, তবে বাংলাদেশ অনেক আগেই মালয়শিয়া, সিঙ্গাপুর এসব রাষ্ট্রকে ছাড়িয়ে যেত।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ২৯ বছর জিয়া, এরশাদ, খালেদা জিয়া ক্ষমতায় ছিল। আর আওয়ামী লীগ ক্ষমতায় ২২ বছর। মুক্তিযেদ্ধাদের উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের ২৯ বছর আর বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ২২ বছর তুলনা করলেই বুঝতে পারবেন, যারা ২৯ বছর ক্ষমতায় ছিল তারা বাংলাদেশ স্বাবলম্বী হউক তা চায়নি।
গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সামছুন নাহার এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউল্যাহ মÐল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার. বীর মুক্তিযোদ্ধা মো. ঈমান উদ্দিন, গাসিকের প্যালেন মেয়র আয়েশা আক্তার, কাউন্সিলর মো: শাহজাহান মিয়া প্রমুখ।