আলোচিতজাতীয়

স্ত্রীকে নির্যাতন মামলায় পুলিশের এডিসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : চিকিৎসক স্ত্রীর করা মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. শাহাদত হোসেন সুমনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (০৯ জানুয়ারি) ঢাকার ৮ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাফরুজা পারভীন এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে বলেন, গত বছরের ২২ নভেম্বর শাহাদত হোসেনের স্ত্রী ডা. শেখ মৃন্ময়ী হোসেন যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে এ মামলা করেন। আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান মামলাটি তদন্ত করে শাহাদত হোসেন সুমনের বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগে প্রতিবেদন দাখিল করেন।

তিনি বলেন, তবে সেখানে যৌতুকের বিষয়টি উঠে না আসায় অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে প্রতিবেদনে বলা হয়। তাই বাদী নারাজি দাখিল করলে আদালত তা আমলে গ্রহণ করেন এবং একই সঙ্গে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button