শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে মা-ছেলের লাশ উদ্ধার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে নিজ বাড়ি থেকে মা-ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে থানায় নিয়েছে পুলিশ।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় কেওয়া পশ্চিম খন্ড এলাকা থেকে পুলিশ লাশ দু’টি উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলো- শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড এলাকার সিরাজ মিয়ার মেয়ে রুবিনা আক্তার (২২) ও তার ছেলে জিহাদ (৪)।
পুলিশ ও এলাকাবাসী জানান, মুন্সিগঞ্জের বিক্রমপুর থানা এলাকার জুম্মন মিয়ার সঙ্গে ৫ বছর আগে শ্রীপুরের কেওয়া পশ্চিম খন্ড এলাকার সিরাজ মিয়ার মেয়ে রুবিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর কেওয়া পশ্চিম খন্ড এলাকায় সিরাজ মিয়া তার মেয়ে রুবিনাকে বাড়ি বানিয়ে দেয়। এরপর তারা পরিবারসহ ওই বাড়িতে বসবাস করতো। গত ৪দিন ধরে রুবিনা আক্তার ও তার ছেলে জিহাদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাদের বাড়ির গেট ও দরজা তালাবদ্ধ ছিল। স্বজনরা গিয়ে বাড়িতে তালাবদ্ধ দেখে ফিরে যায়।
একপর্যায়ে শনিবার বিকেলে রুবিনা আক্তারের বড় বোন সেলিনা আক্তার ওই বাড়িতে গিয়ে তালা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে। এ সময় ঘরের ভেতর রুবিনা আক্তার ও তার ছেলে জিহাদের অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে থানা পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা-ছেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ শেখ বলেন, ঘটনাস্থলে থেকে মা-ছেলের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজমির হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য রুবিনার স্বামীকে থানায় আনা হয়েছে। এ ঘটনার কারণ এখনো অস্পষ্ট। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।