গাজীপুর

কালীগঞ্জে যুবলীগ নেতার লরির ধাক্কায় আওয়ামী লীগ নেতার ছেলের মৃত্যু!

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে যুবলীগের এক নেতার লরির ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আবু সাদাত রাসেল (৪২) নামে এক যুবককে মৃত্যু হয়েছে। তার পিতা কালীগঞ্জ থানা ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক নেতা।

শনিবার (৭ জানুয়ারি) ভোরে তার মৃত্যু হয়েছে।

এর আগে গত ৫ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১টার‌ দিকে বক্তারপুর-জাঙ্গালিয়া সড়কের বেরুয়া এলাকায় তাকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে যুবলীগের এক নেতার মালিকানাধীন একটি লরি।

নিহত আবু সাদাত রাসেল গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহদপ্তর সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেরুয়া এলাকার সাইদুর রহমান দোলনের ছেলে।

রাসেলকে ধাক্কা দেয়া লরিটির মালিক তুমুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরীফ হোসেন। আর লরির চালাক ছিল যুবদলের সমর্থক ভাদার্ত্তী এলাকার আহাদ আলী।

স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে আবু সাদাত রাসেল বক্তারপুর-জাঙ্গালিয়া সড়ক ধরে হাঁটছিলেন। সে সময় জাঙ্গালিয়াগামী ইটের খোয়া বোঝাই একটি লরি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় সড়কে পড়ে থাকে। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে এবং পেছনে ধাওয়া করে চালকসহ লরিটি আটক করে। এরপর আবু সাদাত রাসেলকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। দু’দিন চিকিৎসা শেষে শুক্রবার রাতে রাসেলকে তার বোনের বাসায় নিয়ে আসা হয়। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে অসুস্থ থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের চাচা বক্তারপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জাহিদুর রহমান উজ্জ্বল বলেন, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে সড়কে হাঁটার সময় একটি লরি আবু সাদাত রাসেলকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়ে। তাকে উদ্ধার করে কালীগঞ্জ ও ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে সে অসুস্থ থাকা অবস্থায় তার বোনার বাসায় অবস্থান করছিল। শনিবার সকালে তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, দুর্ঘটনার পর ধাওয়া করে চালকসহ লরিটি আটক করা হয়েছিল। পরে ওই দিন রাতে লরির মালিক তুমুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরিফ হোসেন স্থানীয় নেতা-কর্মীরদের নিয়ে এসে লরির চালাক আহাদ আলী ও লরিটিকে ছাড়িয়ে নিয়ে গেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরর প্রস্তুতি নিচ্ছি।

লরি চালাক আহাদ মিয়ার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

লরির মালিক তুমুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরীফ হোসেন বলেন, তার মালিকানাধীন লরিতে দুর্ঘটনায় আহত রাসেল মারা গেছেন। লরির‌ চালক ছিলো আহাদ মিয়া।

বক্তারপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মাহমুদুর রশিদ টুটুল বলেন, দুর্ঘটনার বিষয়টি সে সময় থানায় জানানো হয়নি। রাসেলের মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

আরো জানতে…..

কালীগঞ্জে লাইসেন্স বিহীন লরি চাপায় ব্যবসায়ীর মৃত্যু, অভিযোগ পরিকল্পিত হত্যা!

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button