গাজীপুর

কালীগঞ্জে গ্রামবাসীর মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে আওয়ামী লীগ নেতা

বিশেষ প্রতিনিধি : সারাদেশে প্রতিদিন পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে শীতের তীব্রতা। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহে কালীগঞ্জের বিভিন্ন এলাকায় বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীদের মধ্যে বিরূপ প্রভাব ফেলেছে এবং মানুষের অসহায়ত্বকে আরো প্রকট করে তোলেছে। তাই গ্রামের শীতার্ত হতদরিদ্র পঞ্চাশোর্ধ্ব বয়স্ক নারী-পুরুষের জন্য সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন আওয়ামী লীগ নেতা বদরুজ্জামান সরকার মোমেন। তিনি গ্রামবাসীর মাঝে নিজ হাতে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে। গত কয়েকদিন যাবত তিনি গ্রামের শীতার্ত হতদরিদ্র পঞ্চাশোর্ধ্ব বয়স্ক নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে শাল বিতরণ করে চলছেন।

শুক্রবার (৬ জানুয়ারি) রাত পর্যন্ত পঞ্চাশোর্ধ্ব বয়স্ক প্রায় ১৬০ জন নারী এবং ষাটোর্ধ্ব ১৫০ জন পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

বদরুজ্জামান সরকার মোমেন তুমুলিয়া ইউনিয়নের টিউরী সরকার বাড়ির বিশিষ্ট সমাজ সেবক ও দূর্নীতি দমন কমিশনের সাবেক মহা-পরিচালক মো: সহিদুজ্জামান সরকারের ছোট ভাই। এছাড়াও তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও তুমুলিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য। তিনি তুমুলিয়া ইউনিয়নের টিউরী সরকার বাড়ির বাসিন্দা।

বদরুজ্জামান সরকার মোমেন বলেন, শীতের তীব্রতা বাড়তে থাকায় গ্রামের অসহায় দরিদ্র মানুষ শীতবস্ত্র ও গরম কাপড়ের অভাবে অবর্ণনীয় দুঃখ-কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। ক্রয়ক্ষমতার বাইরে শীতার্ত ব্যক্তিরা না পারে পেট ভরে খাবার খেতে, না পারে কোনো অসুখ হলে চিকিৎসা করাতে। রাতের বেলায় দেখা যায় কীভাবে, কেমন করে শীতবস্ত্রবিহীন মানুষ কষ্টে রাত যাপন করছে। তাদের নেই কোনো শীত নিবারণ করার সম্বল। প্রতিবছর দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতের তীব্রতায় দুস্থ, নিঃস্ব, ছিন্নমূল, গরিব, দুঃখী, বস্ত্রাভাবী শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ নিদারুণ কষ্ট পায়। তাই সমাজের বিত্তশালী ব্যক্তিরা যদি ইচ্ছা করেন, তাঁদের নিজ নিজ এলাকায় শীতার্ত অসহায় গরিব-দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পারেন। এতে করে অসহায় দরিদ্র মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে। এই চিন্তা থেকেই নিজ অর্থে আমার ওয়ার্ডের টিউরী, সানাইয়া, বাইমাখালী, ফিরিন্দা, মালিবোন ও পাকুরিয়া হিন্দুপাড়া গ্রামের ৩১০ জন বয়স্ক নারী,-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্রের মধ্যে রয়েছে উন্নত মানের গায়ের শাল। যা আমি নিজ হাতে তাদের গায়ে পড়িয়ে দিচ্ছি।

স্থানীয়রা বলেন, করোনা মহামারির সময়েও আওয়ামী লীগ নেতা বদরুজ্জামান সরকার মোমেন এলাকার হতদরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে এসেছিলেন। সে সময় তিনি তার পরিবারের পক্ষ থেকে এলাকার হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন। এছাড়াও প্রায় ১৫ বছর যাবৎ শীতের সময় এলাকার হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে চলছে সরকার পরিবার।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button