গাজীপুর

গাজীপুরে শুরু হচ্ছে ‘চাকরি মেলা-২০২৩’: অংশ নেবে দেশ সেরা প্রায় ৪০ প্রতিষ্ঠান

বিশেষ প্রতিনিধি : কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল রাজবাড়ী মাঠে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘চাকরি মেলা-২০২৩’। মেলায় অংশ নেবে বেক্সিমকো, স্কয়ার, নেসলে, ওয়ালটন, প্রাণ আরএফএল ও বাটাসহ দেশসেরা প্রায় ৪০টি প্রতিষ্ঠান। এতে প্রায় ৩০০ জনের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। 

গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠেয় এ মেলা চলবে ৭ জানুয়ারি (শনিবার) ও ৮ জানুয়ারি (রবিবার)।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) মো. ওয়াহিদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল (এমপি) উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের ফলে গাজীপুরের আঞ্চলিক সড়ক যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। ফলে গাজীপুর জেলায় ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি নিরাপত্তাও অধিকতর উন্নত হয়েছে। তৎপ্রেক্ষিতে উদ্যোক্তারা গাজীপুর জেলায় বিনিয়োগ করছে। ব্যবসাবান্ধব পরিবেশ থাকায় গাজীপুরে বিশ্বখ্যাত শিল্প প্রতিষ্ঠানসহ ছোট বড় হাজার-হাজার কল-কারখানা গড়ে উঠেছে। ফলে শিল্প অধ্যুষিত গাজীপুর জেলায় গত এক দশকে দেশের সকল জেলার মধ্যে সর্বাধিক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। ওইসব শিল্প প্রতিষ্ঠানে প্রথমবারের মত হাজারো বেকারের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গাজীপুর জেলা প্রশাসন শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠে আগামী ৭ ও ৮ জানুয়ারি দুই দিনব্যাপী ‘চাকরি মেলা’ আয়োজন করছে। এতে চাকরিপ্রার্থী ও চাকরিদাতা প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ সৃষ্টি করা যায়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মেলায় বেক্সিমকো টেক্সটাইল লিমিটেড, স্কয়ার টেক্সটাইল মিলস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, নেসলে বাংলাদেশ লিমিটেড, ওয়ালটন গ্রæপ, প্রাণ আরএফএল গ্রুপ, বাটা গ্রুপ, ইপিলিয়ন গ্রুপসহ ছোট-বড় প্রায় ৪০টির মতো প্রখ্যাত শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এতে প্রায় ২০০-৩০০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও মেলায় সরকারি বিভিন্ন প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান যেমন- যুব উন্নয়ন অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়সহ জেলা প্রশাসনের দক্ষতা উন্নয়ন বিষয়ক তথ্য সম্বলিত স্টল থাকবে। এ মেলায় বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তারা তাদের কাজ করার দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করবেন। ক্যারিয়ার বাছাই, জীবন বৃত্তান্ত প্রস্তুতকরণ, উদ্যোক্তা হিসেবে কাজ করা ও দক্ষতা কিভাবে বৃদ্ধি করা যা সে বিষয় নিয়ে মূল্যবান পরামর্শ প্রদান করবেন। চাকরি ও ব্যবসার জন্য প্রয়োজনীয় তথ্য প্রযুক্তি ও ভাষাগত দক্ষতা কিভাবে বৃদ্ধি করা যায় ও এর প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করবেন।

দুই দিনব্যাপী মেলায় বিশেষ অতিথি হিসেবে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: গিয়াসউদ্দীন মিয়া, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: হাবিবুর রহমান, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত থাকবেন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button