সারাদেশ

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে নৌকার রিপন জয়ী

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপন। তিনি ৮২ হাজার ৮১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত লাঙ্গলের প্রার্থী গোলাম শহীদ রনজু পেয়েছেন ৪৫ হাজার ৭৫১ ভোট।

বুধবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ঢাকা অঞ্চল) মো. ফরিদুল ইসলাম।

সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমে গাইবান্ধা-০৫ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সাঘাটা ও ফুলছড়ি দুই উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসন। দুই উপজেলার ১৪৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। আসনটিতে ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। মোট ১ লাখ ২৮ হাজার ৫৭৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রশাসনের কঠোর অবস্থান ছিল প্রতিটি কেন্দ্রে। ভোটগ্রহণের শুরু থেকেই লক্ষ্য করা গেছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতা। ভোটার ছাড়া কেউ কেন্দ্রগুলোতে প্রবেশ করতে পারেনি। এমন শান্তিপূর্ণভাবে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হলেও ভোটারের উপস্থিতি ছিল কম। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে প্রতিটি কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো ছিল।

এই সংসদ উপনির্বাচনে অংশ নেয়নি বিএনপি। তবে, নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন। জাতীয় পার্টির এ এইচ এম গোলাম শহীদ রনজু লড়ছেন লাঙ্গল প্রতীক নিয়ে আর কুলা প্রতীক নিয়ে লড়ছেন বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম। ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সৈয়দ মাহবুবুর রহমান। এদিকে, গত ২৫ ডিসেম্বর ভোট কারচুপির আশঙ্কায় নির্বাচন থেকে সরে দাড়ান স্বতন্ত্র প্রার্থী আপেল প্রতীকের নাহিদুজ্জামান নিশাদ।

গত ২২জুলাই আসনটির সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের মাউনসিনাই হাসপাতালে মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button