আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় সিরিয়ার দামেস্ক বিমানবন্দর অচল

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : আকাশপথে ইসরায়েলি হামলায় দুই সিরীয় সেনা নিহত হয়েছেন। হামলায় সিরিয়ার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সিরিয়ার সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর আল-জাজিরার।

সিরীয় সামরিক বাহিনীর বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বলেছে, স্থানীয় সময় গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে হামলার এ ঘটনা ঘটে। দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ও তার আশপাশের এলাকা লক্ষ্য করে ইসরায়েল এ হামলা চালায়।

বিবৃতিতে বলা হয়, হামলায় দুই সেনা নিহত হয়েছেন। আহত দুজন। অবকাঠামোগত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

তবে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

ইসরায়েলি হামলায় এক বছরের কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হলো।

গত বছরের ১০ জুন ইসরায়েলি হামলায় বিমানবন্দরটির অবকাঠামো ও রানওয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সংস্কারের দুই সপ্তাহ পর বিমানবন্দরটি আবার সচল হয়।

সাম্প্রতিক বছরগুলোয় সিরিয়ায় দেশটির সরকার–নিয়ন্ত্রিত এলাকায় আকাশপথে কয়েক শ হামলা চালিয়েছে ইসরায়েল। কিন্তু তারা খুব কমই এসব হামলার কথা স্বীকার করেছে।

তবে কিছু ক্ষেত্রে ইসরায়েল বলেছে, তারা সিরিয়ায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী, যেমন লেবাননের হিজবুল্লাহর ঘাঁটি নিশানা করে হামলা চালিয়েছে।

সিরিয়ায় এক দশকের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। এ যুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের হয়ে লড়তে দেশটিতে হাজারো যোদ্ধা পাঠিয়েছে হিজবুল্লাহ।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button