শিক্ষা

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, মনোনীত হয়েছে ১২ লাখ ৭৮ হাজার শিক্ষার্থী

গাজীপুর কণ্ঠ, শিক্ষা ডেস্ক : উচ্চ মাধ্যমিকে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে ১৩ লাখ ৫৭ হাজার ৬৪৬ জন আবেদন করে ভর্তির জন্য মনোনীত হয়েছেন ১২ লাখ ৭৮ হাজার ১১৪ জন।

আবেদন করেও ৭৯ হাজার ৫৩২ জন পছন্দের কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি। তার মধ্যে ২৩ হাজার ২৩১ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রয়েছেন।

এর আগে শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়। অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে প্রথম ধাপের এ ফল জানা যাচ্ছে।

এ বছর প্রায় ১৩ লাখ ভর্তিচ্ছু একাদশে ভর্তির আবেদন করেছিলেন। তারা বিভিন্ন কলেজের ৭০ লাখ ২০ হাজারের বেশি আসন ‘চয়েজ’ দিয়েছেন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button