গাজীপুর

কালীগঞ্জে ৫ ইটভাটা উচ্ছেদ, ৮লাখ টাকা জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চালিয় পরিবেশন অধিদপ্তর। অভিযানে ৫ ইটভাটা মালিককে ৮লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ৫ টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় এবং ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন ২০১৯) এর বিভিন্ন ধরা ভঙ্গ করায় সর্বমোট ৮ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। ইটভাটাগুলোর মধ্যে বাঘুন এলাকার মেসার্স এসকেএস ব্রিকসের সত্ত্বাধিকারী সাইফুল্লাহ পালোয়ানকে ৩ লক্ষ টাকা, মেসার্স আরএফএস ব্রিকসের সত্ত্বাধিকারী রমিজ উদ্দিনকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও সাওরাইদ এলাকার মেসার্স বিআরএম ব্রিকস, জামালপুর এলাকার মেসার্স এমএইচএ ব্রিকস এস্কেভেটর মেশিনের সাহায্যে ভেঙ্গে ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দিয়েছেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এবং পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নয়ন মিয়া। অভিযানে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমিন ভুইয়া, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস, জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নয়ন মিয়া বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button