বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার জয়, ফ্রান্সে পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্সের পরাজয়ের পর রোববার রাতে প্যারিসের চ্যাম্পস-এলিসিস অ্যাভিনিউয়ে জড়ো হওয়া বিপুল সমর্থকদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে আতশবাজি ছোড়ে ফ্রান্সের সমর্থকরা। এ ঘটনায় সহিংসতার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়। এরপর পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষের ঘটনাও ঘটে।
রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তির বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই আজ সোমবার সকালে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ ফাইনাল শুরুর আগেই চ্যাম্পস-এলিসিসে জড়ো হতে থাকে সমর্থকরা। ওই সময় হাজারো পুলিশ সদস্য ফ্রান্সের রাজধানীতে টহল দিতে থাকেন।
এর মধ্যে ফ্রান্সের পরাজয়ের পর চ্যাম্পস-অ্যালিসিসে জড়ো হওয়া বিক্ষুব্ধ সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস ছোড়ে। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে আতশবাজি ছোড়ে ফ্রান্সের সমর্থকরা। ওই সময় সহিংসতার অভিযোগে কয়েকজনকে আটক করার পর পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষের ঘটনাও ঘটে।
গতকাল রোববার রাতে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। তবে নির্ধারিত সময়ে ক্ষণে ক্ষণে পাল্টায় ম্যাচের রং। নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ২-২ গোলে। অতিরিক্ত সময়ে মেসি ও এমবাপ্পের গোলে ব্যবধান হয় ৩-৩ এ। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই শেষ হাসি হাসে আর্জেন্টিনা।