গাজীপুরজেলা পুলিশ
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াছমিনসহ ১৮ কর্মকর্তার বদলি
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াছমিনসহ অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
জানা গেছে, কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াছমিনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন ইউনিটে নিয়োজিত ১০ অতিরিক্ত পুলিশ সুপার ও ৭ সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলেও জানানো হয়।
উল্লেখ্য: অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াছমিন ২০২০ সালের ৭ নভেম্বর কালীগঞ্জ সার্কেলে যোগদান করেছিলেন।