পূবাইলে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুট
বিশেষ প্রতিনিধি : মহানগরের পূবাইলে দক্ষিণ হায়দরাবাদ এলাকায় সরকার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
বুধবার দিবাগত রাতে সশস্ত্র ডাকাতরা বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে রেখে ২ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে।
সরকার বাড়ির হারুন সরকার জানান, বুধবার দিবাগত রাত পৌনে ৪টায় বাড়ির নিচ তলার গ্রিল কেটে ডাকাতদল প্রবেশ করে। এর পর ডাকাতরা ভেতর দিক থেকে মূল দরজা খুলে দিয়ে সহযোগী ডাকাতদের ভেতরে নেয়। ডাকাতরা ভেতরের সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় গিয়ে একে একে প্রত্যেকটি রুমে ঢুকে বাড়ির প্রত্যেক সদস্যকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে। প্রায় পৌনে এক ঘণ্টাব্যাপী একটি রুমের ভেতর তাদেরকে জিম্মিদশায় রেখে চাবি নিয়ে আলমিরা খুলে নগদ ২ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার, স্মাটফোনসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে।