র্যাংকিংয়ের সেরা দশে বাংলাদেশের ৩ বোলার
গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : ভারতকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ। ফলে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধান সিরিজ ঘরে তুললেন লিটন দাসরা। টিম ইন্ডিয়ার বিপক্ষে এ নিয়ে টানা ২ ওয়ানডে সিরিজ জিতল টাইগাররা। প্রথম দুই ম্যাচে অসাধারণ বল করেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে ৫ উইকেট নেওয়ার পর গতকালও নিয়েছেন ২টি উইকেট।
দারুণ এই পারফরম্যান্সের পুরস্কার পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার। গতকাল আইসিসি ওয়ানডে বোলারদের নতুন র্যাংকিং প্রকাশ করে। যেখানে সাত ধাপ এগিয়ে বর্তমানে নবম স্থানে উঠে এসেছেন সাকিব। বাঁহাতি এই তারকার এখন রেটিং পয়েন্ট ৬৪৭। সাকিবসহ র্যাংকিংয়ের সেরা দশে বাংলাদেশের বর্তমানে ৩ বোলার হলো।
যদিও একধাপ পিছিয়ে ৬৪২ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দশে রয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। আর মেহেদী হাসান মিরাজ দুইধাপ পিছিয়ে ৬৪৮ পয়েন্ট নিয়ে রয়েছেন তালিকার আটে।
বোলারদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। দুইয়ে অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড, তিনে মিচেল স্টার্ক, চারে নিউজল্যিান্ডের ম্যাট হেনরি, পাঁচে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, ছয়ে আফগানিস্তানের রশিদ খান ও সাতে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা রয়েছেন।