যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডস
গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : গোলরক্ষককে একা পেয়ে গোল করতে ব্যর্থ হলেন ক্রিস্টিয়ান পুলিসিক। তাতে ম্যাচের শুরুতে যুক্তরাষ্ট্র শিবিরে যে হতাশা যোগ হলো, তা আর কাটল না। ম্যাচজুড়ে আলো ছড়ালেন ডেনজেল ডামফ্রিস। সতীর্থদের দিয়ে দুটি গোল করানোর পর নিজে করলেন একটি। প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠল নেদারল্যান্ডস।
আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শনিবার শেষ ষোলোর ম্যাচে ৩-১ গোলে জিতেছে লুই ফন খালের দল।
প্রথমার্ধে মেমফিস ডিপাই ও ডালে ব্লিন্ডের গোলে নেদারল্যান্ডস এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান কমান হাজি রাইট। ডাচদের শেষ গোলটি করেন ডামফ্রিস।
তৃতীয় মিনিটেই বড় সুযোগ পেয়ে যায় যুক্তরাষ্ট্র। টেইলর অ্যাডামসের ক্রস ডি-বক্সে ফাঁকায় পান পুলিসিক। তার সামনে একমাত্র বাধা ছিলেন গোলরক্ষক। চেলসি ফরোয়ার্ডের নিচু শট পা দিয়ে ফেরান আন্ড্রিস নোপার্ট।
দশম মিনিটে মেমফিসের দারুণ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। গ্রুপের তিন ম্যাচেই গোল করা কোডি হাকপো মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে ডান দিকে খুঁজে নেন ডামফ্রিসকে। এই ডিফেন্ডারের পাস বক্সে ফাঁকায় পেয়ে প্রথম স্পর্শে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন বার্সেলোনা ফরোয়ার্ড।
এরপর পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না কেউ। ৪৩তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে টিম ওয়েহর জোরাল শট ঝাঁপিয়ে ঠেকান নোপার্ট। পরের মিনিটে সের্জিনো দেস্তের শট প্রতিহত হয় রক্ষণে।
প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে ডাচরা। ডামফ্রিসের কাটব্যাক পেনাল্টি স্পটের কাছে পেয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান ডিফেন্ডার ব্লিন্ড।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে আরেকটি ভালো সুযোগ পায় যুক্তরাষ্ট্র। ডি-বক্সে আলগা বল পেয়ে ঠিকমতো শট নিতে পারেননি টিম রিম। গোললাইন থেকে বল ক্লিয়ার করেন হাকপো।
তিন মিনিট পর আত্মঘাতী গোল খেতে বসেছিল যুক্তরাষ্ট্র। গোলরক্ষক ম্যাট টার্নারের দৃঢ়তায় রক্ষা হয় সেই যাত্রায়।
৭৫তম মিনিটে প্রতিপক্ষের ভুলে সুযোগ পেয়ে যান খানিক আগে বদলি নামা রাইট। দুরূহ কোণ থেকে তার শট বিপদমক্ত করেন ডামফ্রিস।
পরের মিনিটেই ব্যবধান কমায় যুক্তরাষ্ট্র। ডান দিকের বাইলাইনের কাছাকাছি থেকে ছয় গজ বক্সে কাটব্যাক করেন পুলিসিক, আর রাইটের ফ্লিকে বল দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে জালে জড়ায়।
পাঁচ মিনিট পরই অবশ্য দুই গোলের লিড পুনরুদ্ধার করে নেদারল্যান্ডস। বাঁ দিক থেকে ব্লিন্ডের ক্রসে ডি-বক্সে দারুণ ভলিতে লক্ষ্যভেদ করেন ডামফ্রিস। তাদের জয়ও তাতে প্রায় নিশ্চিত হয়ে যায়।
ম্যাচে গোলের জন্য শট নেওয়ার দিক থেকে এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। তাদের ১৭ শটের আটটি থাকে লক্ষ্যে। তবে কার্যকারিতার দিক থেকে এগিয়ে ডাচরা। তাদের ১১ শটের ছয়টি লক্ষ্যে, যার তিনটিই খুঁজে পায় জাল।
এই জয়ে নেদারল্যান্ডসের অপরাজেয় যাত্রা বেড়ে দাঁড়াল ১৯ ম্যাচে। গত বছরের জুনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় চেক রিপাবলিকের কাছে হারের পর থেকে চলছে তাদের এই পথচলা।
সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনা অথবা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নেদারল্যান্ডস।