পলাশে বিয়ে থেকে ফেরার পথে এক তরুণের মৃত্যু!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : নরসিংদীর পলাশে বন্ধুর ভাইয়ের বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যান চাপায় শাকিল হোসেন (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে অপর বন্ধু আনিসুল হক (১৮)।
শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে পলাশ-ঘোড়াশাল সড়কে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল হোসেন কালীগঞ্জের দক্ষিণ চৈতারপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে। সে চলতি বছর শহীদ ফকির শামসুদ্দিন শ্রমিক উচ্চ বিদ্যালয়ে থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে।
আহত আনিসুল হক খলাপাড়া এলাকার নূর চাঁন মিয়া ছেলে। সে জামালপুর বাজারে একটি মোবাইলের দোকানে কাজ করে।
নিহতের চাচা হারুন মিয়া ও স্থানীয়রা বলেন, শাকিল ও আনিসুল তাদের বন্ধু মহসিনের ভাইয়ের বিয়ের অনুষ্ঠান অংশ নিতে শুক্রবার দুপুরে মোটরসাইকেল চালিয়ে পলাশ উপজেলার বাগপাড়া এলাকায় যায়। বাড়ি ফেরার পথে বিকেল ৪টার দিকে পলাশ-ঘোড়াশাল সড়কের ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড ডিপো এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয় এবং আনিসুল গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করে। মোটরসাইকেলের চালকের আসনে ছিল শাকিল হোসেন ও পেছনে চড়েছিল আনিসুল। কাভার্ড ভ্যানে প্রাণ-আরএফএলের লোগো লাগানো ছিল।
নিহতের চাচা হারুন মিয়া বলেন, শাকিলের লাশ উদ্ধার করে বাড়িতে আনা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে পুলিশকে জানানো হয়নি।
আহতের চাচা কাউয়ুম মাষ্টার বলেন, দুর্ঘটনার পর আনিসুলকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতাবস্থায় সে চিকিৎসাধীন রয়েছে।
পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াস সংবাদ মাধ্যমকে বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাউকে পায়নি। তবে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।