আন্তর্জাতিক

আফগানিস্তানে ভয়েস অব আমেরিকা ও রেডিও ফ্রি ইউরোপ নিষিদ্ধ

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সম্প্রচারমাধ্যম ভয়েস অব আমেরিকা ও রেডিও ফ্রি ইউরোপ বা রেডিও লিবার্টির নিষিদ্ধ করেছে আফগানিস্তানের তালেবান সরকার। সাংবাদিকতার নীতি না মানা ও একপাক্ষিক খবর সম্প্রচারের অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নেয়া হয়। খবর এনডিটিভি।

আফগান প্রশাসনের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল হক হাম্মাদ এক টুইটার পোস্টে বলেছেন, মার্কিন দখলদারির পরে চালু হওয়া রেডিও আজাদি (আরএল) বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে সাংবাদিকতার নীতিমালা না মানা এবং একতরফা খবর প্রচারের অভিযোগ রয়েছে। আফগানিস্তানের ১৩টি প্রদেশে রেডিও আজাদির সম্প্রচার বন্ধ করা হয়েছে।

ভয়েস অব আমেরিকার এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি নতুন নির্দেশনায় ভয়েস অব আমেরিকার সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞাটি ১ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে।

এর আগে গত ২৭ মার্চে আশনা টিভির সম্প্রচার বন্ধ করেছিল তালেবান। আশনা টিভি আগে টোলো টিভি, টোলোনিউজ, লামা টিভি ও ভয়েস অব আমেরিকার অনুষ্ঠান প্রচার করত।

ভয়েস অব আমেরিকা জানিয়েছে, অনুষ্ঠানের বিষয়বস্তু সম্পর্কে এর আগেই তারা অভিযোগ পেয়েছিল। তবে কোন অনুষ্ঠান তা নির্দিষ্টভাবে অভিযোগে বলা হয়নি। এ অভিযোগ উত্থাপনের এক দিন পরেই তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় নিষেধাজ্ঞা জারি করল।

আফগান প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল কাহার বলখি ভয়েস অব আমেরিকাকে লিখিত মন্তব্যে বলেছেন, আফগানিস্তানে প্রেস আইন রয়েছে। কোনো সম্প্রচারমাধ্যম এ আইন লঙ্ঘন করলে তার সম্প্রচার বন্ধ করে দেয়া হবে। ভয়েস অব আমেরিকা ও আজাদি রেডিও প্রেস আইন মেনে চলতে ব্যর্থ হয়েছে। তারা পেশাদারি দেখাতে ব্যর্থ হয়েছে। তাই তাদের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button