গাজীপুর

গাজীপুরে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মহানগরের কাশিমপুরে সাবেক স্ত্রীকে হত্যার দায়ে সাইফুল ইসলাম ওরফে শরিফুল (৪৭) নামে এক ব্যাক্তির ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ বেগম এ আদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম ওরফে শরিফুল নীলফামারী সদরের রামকলা মৌলভীপাড়া এলাকার মৃত নূর আলমের ছেলে। তিনি কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় থেকে একটি পোশাক কারখানায় দৈনিক মুজুরি ভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহতের নাম মোহছেনা বেগম (৩৫)। তিনি রংপুরের পীরগাছা থানার সৈয়দপুর এলাকার মুজিবুর রহমানের মেয়ে। তিনি কাশিমপুর এলাকায় ভাড়া থেকে পোশাক কারাখানায় চাকুরী করতেন।

গাজীপুর আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মকবুল হোসেন কাজাল সংবাদ মাধ্যমকে জানান, শরিফুল ও মোহছেনার বিয়ের পর মোহছেনা জানতে পারে শরিফুল আগে বিয়ে করেছে এবং ওই সংসারে ৪ জন ছেলে মেয়ে রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে কলহ হত এবং এক পর্যায়ে ৩ বছর সংসার করার পর মোহছেনা শরিফুলকে তালক দেন। এর পর থেকে শরিফুল প্রায়ই মোহছেনাকে বিভিন্নভাবে ভয়ভীতি এবং খুন জখমের হুমকি দিত। এক পর্যায়ে ২০২০ সালের ৭ ডিসেম্বর মোহছেনা ভাড়া বাসায় গিয়ে তার অপরবোন মমতাজ বেগম দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করলেও দরজা না খোলায় তিনি স্বজন ও পুলিশে খবর দেন। পরে পুলিশ দরজা ভাঙ্গার প্রস্তুতি নিয়ে শরিফুল দরজা খুলে বের হয়। এসময় ঘরে মোহছেনার শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ও জবাই করা নিথর দেহ ও শরিফুলের শরীরের বিভিন্নস্থান রক্তাক্ত দেখতে পেয়ে শরিফুলকে আটক করে পুলিশ। এ ব্যাপারে মোহসেনার ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে কাশিমপুর থানায় মামলা করেন।

পরে তদন্ত শেষে কাশিপুর থানার উপপরিদর্শক (এসআই) দিপঙ্কর রায় ২১ সালের ১০ মার্চ শরিফুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১৫ জন স্বাক্ষীর স্বাক্ষ গ্রহণ ও শুনানী শেষে আদালত বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় ছিলেন গাজীপুর আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মকবুল হোসেন কাজল এবং আসামী পক্ষে ছিলেন আইনজীবী ফারহানা খানম।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button