সারাদেশ
৪ ডিসেম্বর থেকে ঢাকা-না.গঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ দ্রুতগতিতে শেষ করতে ৪ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল।
ঢাকা থেকে গেন্ডারিয়া অংশে ৩টি পৃথক রেল লাইন নির্মাণের জন্যই বন্ধ রাখা হচ্ছে এই অংশের ট্রেন চলাচল।
বুধবার (৩০ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ রেলওয়ে এক বিবৃতিতে জানায়, পদ্মা রেল সংযোগ প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের লক্ষে ঢাকা- নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সকল ট্রেন ৪ ডিসেম্বর ২০২২ হতে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। দ্রুত কাজ শেষে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পুনঃরায় ট্রেন চলাচল শুরু হবে।
বিবৃতিতে রেল যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।