গাজীপুর

শ্রীপুরে বিএনপির ২৩ জনের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুর উপজেলা ছাত্রলীগের নেতা–কর্মীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের অভিযোগ এনে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৩ নেতা–কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

সোমবার দিবাগত মধ্যে রাতে  উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাহবুব হাসান বাদী হয়ে শ্রীপুর থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন।

মামলায় যাঁদের নাম উল্লেখ করা হয়েছে তাঁরা হলেন জিয়াউল হক, বাপ্পী সরকার, সজীব শিকদার, আবু তাহের, মো. মাসুম, শিপন, সালাম শেখ, নাজমুল শেখ, আল আমিন, ওবাইদুর রহমান, সোহেল ফকির, সুমন আহমেদ আকন্দ, সরোয়ার হোসেন শেখ, মোসলেম উদ্দিন মৃধা, মাসুদ, মনিম সরকার, সাদ্দাম, সেলিম, আলম, রবিন আহমেদ, ইফরান, তানভীর ও মোবারক হোসেন। তাঁরা স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা।

মামলার বর্ণনায় বলা হয়, সোমবার রাত প্রায় পৌনে ১১টার দিকে বাদী মাহবুব হাসানসহ ছাত্রলীগের ১০ থেকে ১২ জন নেতা–কর্মী উপজেলার গিলারচালায় বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখে মোটরসাইকেলে করে মাওনায় যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গিলারচালা মাস্টারবাড়ি এলাকায় মায়ের দোয়া হোটেলের সামনে পৌঁছামাত্র আগে থেকে ওত পেতে থাকা বিএনপি ও ছাত্রদলের ৩০ থেকে ৪০ জন নেতা–কর্মী তাঁদের লক্ষ্য করে পরপর ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কয়েকজন নেতা–কর্মী আহত হন। তাঁদের মধ্যে হৃদয় শেখ ও সিয়ামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম আজিজুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে কয়েকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারসহ বিস্ফোরণের আলামত পেয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলাটিকে সাজানো বলে দাবি করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার সংবাদ মাধ্যমকে বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশে যাতে নেতা–কর্মীরা অংশ না নিতে পারেন, সে উদ্দেশ্যে আওয়ামী লীগ এই মামলা সাজিয়েছে।

 

সূত্র: প্রথম আলো

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button