গাজীপুর কণ্ঠ ডেস্ক : প্রাণ-আরএফএলের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচার এবং প্রকাশ বন্ধে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনকে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত আপিল আবেদনের শুনানি নিয়ে রবিবার (৩ নভেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে প্রাণ-আরএফএল’র পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শফিকুল কবির খান ও তানজিম আল ইসলাম।
পরে তানজিম আল ইসলাম বলেন, ‘মানহানির অভিযোগে এর আগে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে একটি মামলা করা হয়। ২৭ সেপ্টেম্বর ঢাকার যুগ্ম জেলা জজ-১ এ এই মামলা করা হয়। একইসঙ্গে মামলায় প্রাণ-আরএফএল’র বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর খবর প্রচার এবং প্রকাশ বন্ধে নিষেধাজ্ঞা চাওয়া হয়। কিন্তু আদালত খবর প্রচার ও প্রকাশের আবেদনটি নামঞ্জুর করলে এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত প্রাণ-আরএফএল’র বিরুদ্ধে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনকে অন্তর্বর্তীকালীন আদেশ দেন হাইকোর্ট।
প্রসঙ্গত, সেপ্টেম্বরে থেকে প্রাণ-আরএফএল’র বিভিন্ন পণ্যের বিরুদ্ধে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন ধারাবাহিকভাবে সংবাদ প্রচার করে। কিন্তু এসব নিউজের প্রতিবাদ পাঠালে তা না ছাপানোয় বিচারিক আদালতে মামলা করা হয়।
আরো জানতে………
কালীগঞ্জে রেলওয়ের সাড়ে ৩ একর জমি প্রাণ আরএফএল’র দখলে!
ট্যাক্স ফাঁকির অভিযোগে আরএফএল গ্রুপের সদর দফতরে এনবিআর’র অভিযান
প্রাণ আরএফএল’র হুমকিতে শীতলক্ষ্যা
কর ফাঁকির অভিযোগে প্রাণের ১১ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব
নির্বাচনের আগে চাপের মধ্যে প্রাণ-আরএফএল গ্রুপসহ বড় ব্যবসায়ীরা