মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা
গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : সৌদি আরবের বিপক্ষে মাত্র ১০ মিনিটেই এগিয়ে গেল আর্জেন্টিনা। সেটাও দলের প্রাণভোমরা লিওনেল মেসির গোলে।
পেনাল্টি নিয়ে সম্প্রতি অনেক দুর্নাম থাকলেও আর্জেন্টাইন ফরোয়ার্ড আজ কোনো ভুল করেননি। স্পট কিক থেকে ঠান্ডা মাথায় আলতো ছোঁয়ায় বা প্রান্ত দিয়ে পরাস্ত করেন সৌদি আরব গোলরক্ষককে।
লুসাইল স্টেডিয়ামে ৬ মিনিটে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। ডি বক্সের পাঠানোর উদ্দেশ্যে শটটা নেন মেসি। কিন্তু ডি বক্সে তখন ফাউলের শিকার হন লিয়ান্দ্রো পারেদেস। তা রেফারীর চোখে না পড়লেও ভিএআর সেটি এড়িয়ে যায়নি। তাই ভিএআরের সিদ্ধান্তে পেনাল্টি পায় আর্জেন্টিনা। কাতারের প্রতিবেশি দেশ সৌদি আরব শুরুতেই তাই বড়সর একটি ধাক্কা খায়।
২২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেছিলেন মেসি। তাতে আর্জেন্টাইন ভক্তরাও উল্লাসে মেতে উঠেন। কিন্তু লাইন্সম্যান পতাকা উঠিয়ে জানিয়ে দেন অফসাইডে ছিলেন মেসি। তাই ব্যবধান আর বাড়েনি।