গাজীপুর কণ্ঠ ডেস্ক : ৬৭ কোটি ৫৫ লাখ টাকার বন্ডেড পণ্য খোলাবাজারে বিক্রি করেছে প্রাণ-আরএফএল গ্রুপের তিন প্রতিষ্ঠান। অবৈধভাবে এসব পণ্য খোলাবাজারে বিক্রয়ের দায়ে তাদের বিরুদ্ধে কাস্টমস আইনে তিন মামলা দায়ের করেছে শুল্ক গোয়েন্দা।
মঙ্গলবার শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছে।
শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ এপ্রিল সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে নয় সদস্যের টিম প্রাণ আরএফএলের রপ্তানিমুখী তিন বন্ডেড প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, অভিযানে প্রাণ-আরএফএল গ্রুপের তিন প্রতিষ্ঠানের অনুমোদিত গুদামে (বন্ডেড ওয়্যারহাউস) বন্ড রেজিস্ট্রারে উল্লেখিত মজুদ অপেক্ষা চার হাজার ১৮ মেট্রিক টন পণ্য কম পাওয়া যায়। যার শুল্ককরসহ মূল্য ৬৭ কোটি ৫৫ লাখ টাকা। ফাঁকি দেয়া শুল্ককরের পরিমাণ ১৭ কোটি ৫৫ লাখ।
ফাঁকি দেয়া টাকা আদায়ে লক্ষ্যে কাস্টমস আইনে পৃথক ৩ রাজস্ব ফাঁকির মামলা দায়ের করে কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকায় পাঠানো হয়েছে।
অভিযানে দেখা যায়, প্রাণ-আরএফএল গ্রুপের কোম্পানি অল প্লাস্ট বিডি লিমিটেডের বন্ডেড ওয়্যারহাউসে বন্ড রেজিস্ট্রার অনুযায়ী চার হাজার ১১ দশমিক ৩৭ মেট্রিক টন পণ্য (পিপি, এলডিপিই, এলএলডিপিই, এইচডিপিই, মুদ্রণ কালি ইত্যাদি) মজুদ থাকার কথা থাকলেও সরেজমিনে দুই হাজার ৮৭৩ দশমিক ২৪ মেট্রিক টন পণ্য কম পাওয়া যায়। শুল্কসহ ফাঁকি দেয়া পণ্যের মূল্য ৪৮ কোটি ৫৪ লাখ টাকা। এবং ফাঁকি দেয়া শুল্কের পরিমাণ ১২ কোটি ৩৫ কোটি টাকা।
এদিন প্রাণ-আরএফএল গ্রুপের কোম্পানি ময়মনসিংহ এ্যাগ্রো লিমিটেডের বন্ডেড ওয়্যারহাউসে বন্ড রেজিস্ট্রার অনুযায়ী ১৫০ দশমিক ১১ মেট্রিক টন পণ্য (Pet Resin, Flavour ইত্যাদি) মজুদ থাকার কথা থাকলেও সরেজমিনে ৩০ দশমিক ৭৮ মেট্রিক টন পণ্য কম পাওয়া যায়। ফাঁকি দেয়া পণ্যের শুল্কসহ মূল্য ১ কোটি ৮৫ কোটি টাকা। ফাঁকি দেয়া শুল্কের পরিমাণ ৬৫ লাখ টাকা।
একই গ্রুপের কোম্পানি ময়মনসিংহ এ্যাগ্রো লিমিটেডের ইউনিট ৩ নামীয় প্রতিষ্ঠানে বন্ডেড ওয়্যারহাউসে বন্ড রেজিস্ট্রার অনুযায়ী ১ হাজার ৭৯২ দশমিক ৩২ মেট্রিক টন পণ্য (ফিল্ম, এলডিপিই ইত্যাদি) মজুদ থাকার কথা থাকলেও সরেজমিনে ১ হাজার ১১৩ দশমিক ৯৮ মেট্রিক টন পণ্য কম পাওয়া যায়। ফাঁকি দেয়া পণ্যের শুল্কসহ মূল্য ১৭ কোটি ১৯ কোটি টাকা। ফাঁকি দেয়া শুল্কের পরিমাণ চার কোটি ৫৪ কোটি টাকা।
আরো জানতে………
কালীগঞ্জে রেলওয়ের সাড়ে ৩ একর জমি প্রাণ আরএফএল’র দখলে!
ট্যাক্স ফাঁকির অভিযোগে আরএফএল গ্রুপের সদর দফতরে এনবিআর’র অভিযান
প্রাণ আরএফএল’র হুমকিতে শীতলক্ষ্যা
কর ফাঁকির অভিযোগে প্রাণের ১১ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব
নির্বাচনের আগে চাপের মধ্যে প্রাণ-আরএফএল গ্রুপসহ বড় ব্যবসায়ীরা
প্রাণ-আরএফএল’র সংবাদ প্রচারে যুগান্তর ও যমুনা টিভির বিরুদ্ধে নিষেধাজ্ঞা