শ্রীপুরে ট্রাকের চাপায় ফিড মিলের দুই শ্রমিকের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে ভুট্টাবোঝাই একটি ট্রাক আনলোড করতে গিয়ে ওই ট্রাকের চাপায় ফিড মিলের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার রাতে শ্রীপুর উপজেলার আজুগিরচালা এলাকায় এজি ফিড মিলে এ ঘটনা ঘটে।
মৃত শ্রমিকরা হলেন- ময়মনসিংহে গৌরীপুর থানার চক কলাদিয়া এলাকার আব্দুল হাইয়ের ছেলে মো: মজিবুর রহমান (২৬) এবং টাঙ্গাইলের সখিপুর থানার কালোমেঘা এলাকার মৃত আমির হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩২)।
শ্রীপুর থানার এসআই নাজমুল সাকিব এবং স্থানীয়রা জানান, এজি ফিড মিলে ওই দুইজন শ্রমিকের কাজ করতেন। সোমবার রাতে ভূট্টা বোঝাই ট্রাকটি ওই মিলে আসে। ট্রাক থেকে ভূট্টা খালাস করতে যায় এই দুই শ্রমিক। এসময় চালক ব্যাকডালা খুলে ট্রাকটি পেছন দিকে নিতে চাইলে ব্যাকডালাটি শ্রমিকদের মাথায় লাগে এবং তারা পাশ্ববর্তী দেয়ালের সাথে চাপা পড়েন। পরে উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
এসআই আরো জানান, লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।