অর্থনীতিআলোচিত

বাংলাদেশকে ৪৫০ কোটি ডলার ঋণ দিতে আইএমএফের সম্মতি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সাড়ে ৪ বিলিয়ন বা ৪৫০ কোটি ডলারের ঋণ চুক্তিতে পৌঁছেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বাংলাদেশ। 

বুধবার (০৯ নভেম্বর) আইএমএফের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণের মধ্যে ৩ দশমিক ২ বিলিয়ন ডলার আইএমএফের এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ) এবং এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) থেকে দেয়া হবে। এছাড়া ১ দশমিক ৩ বিলিয়ন ডলার সহনশীলতা ও টেকসই সহযোগিতা তহবিল (আরএসএফ) থেকে দেয়া হবে। বাংলাদেশের অর্থনীতিতে সহযোগিতাস্বরূপ ৪২ মাসের জন্য এ ঋণ দেয়া হচ্ছে।

আইএমএফের সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ ঋণের বলা হয়েছে, এই তহবিল নিয়ে বাংলাদেশ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা শক্তিশালী, অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন ও সবুজায়ন এবং তুলনামূলক দুর্বল জনগোষ্ঠীকে রক্ষা করবে।

এ ছাড়া বাংলাদেশকে জলবায়ু মোকাবিলায় আরএসএফ সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদি অর্থায়ন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button