আইন-আদালত

ইয়াবা মামলার আসামি খুঁজতে যুক্তরাষ্ট্র যেতে চায় পিবিআই

গাজীপুর কণ্ঠ ডেস্ক : চট্টগ্রাম থেকে ইয়াবা যাচ্ছে যুক্তরাষ্ট্রে। একটি মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ এই তথ্য পায়। গ্রেপ্তার আসামিও আদালতে জবানবন্দিতে যুক্তরাষ্ট্রে বসবাসরত জড়িতদের নাম বলেন। এবার সেই আসামিদের খুঁজে বের করতে যুক্তরাষ্ট্র যেতে চায় মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

অনুমতি চেয়ে আবেদন করা হয় আদালতে।

সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিন শুনানি শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পদক্ষেপ নিতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি নগরের খুলশী থানার টাইগারপাস এলাকা থেকে মো. ফারুককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি নোয়াখালীর সুধারাম থানার জহুরুল হকের ছেলে। ফারুকের কাছ থেকে ১০০টি ইয়াবা উদ্ধার করা হয়। তিনি এগুলো মঞ্জুরুল আলমের কাছ থেকে নেওয়ার কথা স্বীকার করেন।

পরে ফারুক আদালতে জবানবন্দিতে বলেন, ইয়াবাগুলো যুক্তরাষ্ট্রের স্যাক্সন হাইটস এলাকায় বসবাসরত মোহাম্মদ হাফিজের জন্য সংগ্রহ করেন। এরপর ‘ফেডএক্স’ ইন্টারন্যাশনাল নামে কুরিয়ার সার্ভিসের এক কর্মচারীর মাধ্যমে চালানটি প্রেরণ করার কথা ছিল। এর আগেও এ ধরনের চালান যুক্তরাষ্ট্রে হাফিজের কাছে পাঠানো হয়েছিল। কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই ইয়াবার চালান যায় যুক্তরাষ্ট্রে। সর্বশেষ চালানের গন্তব্যও ছিল যুক্তরাষ্ট্রের ব্রুকলিন লিবার্টি অ্যাভিনিউ।

আদালতে করা আবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থান করা মো. হাফিজসহ ইয়াবা পাচারকারীদের ধরতে সেখানকার পুলিশের সাহায্য তথ্য সংগ্রহ ও সত্যতা যাচাইয়ের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়া প্রয়োজন। নগরের খুলশী থানার মামলায় গ্রেপ্তার আসামির জবানবন্দিতে ইয়াবা পাচারের বর্ণনা উঠে আসে।

মামলাটির তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত হাফিজ বাংলাদেশিদের নিয়ে ইয়াবা পাচারের চক্র গড়ে তোলেন। তাঁর বাকি সহযোগীসহ হাফিজকে শনাক্ত করে আইনের আওতায় আনতে যুক্তরাষ্ট্র পুলিশের সহযোগিতার জন্য ও সেদেশে যাওয়ার অনুমতির জন্য আদালতে আবেদন করা হয়।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button