বিনোদন

দেশের বাইরেও মুক্তি পাবে বীরকন্যা প্রীতিলতা

গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : ব্রিটিশবিরোধী আন্দোলনে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের অবদান আজও স্মরণ করা হয় শ্রদ্ধা নিয়ে। তিনি একজন ভারতীয় জাতীয়তাবাদী বিপ্লবী ছিলেন। সারা ভারতের স্বাধীনতার স্বপ্নকে আন্দোলিত করেছিল চট্টগ্রামের যুববিদ্রোহ। মাস্টার দা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রামের বিপ্লবে অংশ নিয়েছিলেন প্রীতিলতা। ওয়াদ্দেদার ব্রিটিশ প্রমোদ কেন্দ্র ইউরোপিয়ান ক্লাবে সফলভাবে হামলা করেন প্রীতিলতা এবং দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের ওপর কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’ নির্মাণ করেছেন প্রদীপ ঘোষ। সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ না হলেও নভেম্বরেই মুক্তি হবে বলে জানিয়েছেন নির্মাতা। এ উপলক্ষে প্রীতিলতা ওয়াদ্দেদারে স্মৃতিবিজড়িত শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজে শুরু হবে ঢাকায় প্রচার কার্যক্রম।

রোববার (০৬ নভেম্বর) বেলা ১১টায় প্রচার কার্যক্রমের উদ্বোধন করবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। বিশেষ অতিথি হিসেবে সাংবাদিক আবেদ খান ও আলোচক হিসেবে থাকবেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। এছাড়া উপস্থিত থাকবেন কলেজ অধ্যক্ষ প্রফেসর সুপ্রিয়া ভট্টাচার্য্য এবং কলেজের সাবেক ভিপি শিক্ষাবিদ এ এন রাশেদা। প্রচার কার্যক্রমে অংশ নেবেন অভিনয় শিল্পী নুসরাত ইমরোজ তিশা, মনোজ প্রামাণিক, সংগীত পরিচালক বাপ্পা মজুমদার ও অন্য কলাকুশলীরা। সেই সঙ্গে প্রকাশ হবে চলচ্চিত্রটির প্রথম গান।

বীরকন্যা প্রীতিলতা নিয়ে প্রদীপ ঘোষ বলেন, ‘‌সবাই আগে সিনেমার ট্রেলার প্রকাশ করে। তবে আমরা এটা না করে আগে সিনেমার গান প্রকাশ করতে যাচ্ছি কাল। আর সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ হওয়ার পর আমরা ট্রেলার প্রকাশ করব। এটা সরকারি অনুদানের সিনেমা। আমরা শিগগির এর মুক্তির তারিখ জানিয়ে দেব। প্রীতিলতার আত্মহুতির ৯০ বছর পর তাকে নিয়ে বাংলাদেশে সিনেমাটি হচ্ছে। এটা বাংলা ভাষাভাষী মানুষের জন্য আবেগের বিষয়। এ সিনেমার দর্শক ভারতেও আছে। আমরা এটি রাষ্ট্রীয়ভাবে ভারতের সঙ্গে বিনিময় করতে চাই। এখন ভারতের স্বাধীনতার ৭৫ বছর চলছে আর আমাদের সুবর্ণজয়ন্তী শেষ হলো, এটা একটা বিশেষ সন্ধিক্ষণ ছবিটি ওই দেশে নিয়ে যাওয়ার জন্য। ব্রিটিশবিরোধী আন্দোলন তো ভারত উপমহাদেশজুড়েই হয়েছিল। প্রীতিলতার জীবনসংগ্রামের ঘটনাটা নিয়ে নির্মিত এ সিনেমা ভারতের অনেক দর্শকই দেখতে চাচ্ছেন। রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ জানাব বীরকন্যা প্রীতিলতা আমরা যেন সহজভাবে ভারতেও নিয়ে যেতে পারি।’

সিনেমাটির ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘‌বীরকন্যা প্রীতিলতা নিয়ে আমরা সিনেমা হল, বক্সঅফিস বা ব্যবসা এ বিষয়গুলো নিয়ে ভাবছি না। আমরা কেবল ভাবছি ইতিহাসনির্ভর সিনেমাটি যেন সবাই দেখে। বিশেষ করে যারা শিক্ষার্থী তারা যেন দেখে। একজন নারী তার তরুণ বয়সে দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, এমন ইতিহাস খুব কম আছে। বিষয়টি জানাতেই আমরা ভেবেছি সারা দেশে ৫০ হাজার শিক্ষার্থীকে ডিসকাউন্ট টিকিট দিয়ে দেব।’

বর্তমানে দেশের সিনেমাগুলো বিদেশের মাটিতেও প্রশংসা পাচ্ছে। এমনকি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ পুরস্কার জিতে নিয়েছে আমাদের একাধিক সিনেমা। বীরকন্যা প্রীতিলতা ভারত ছাড়া আর কোথাও মুক্তি পাচ্ছে কিনা জানতে চাইলে নির্মাতা বলেন, ‘‌আমাদের পরিকল্পনা আছে, এরই মধ্যে আমরা বীরকন্যা প্রীতিলতা নিয়ে লন্ডনে কথা বলেছি। লন্ডনে সিনেমাটি যাচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপে কথা হচ্ছে এ নিয়ে।’

বীরকন্যা প্রীতিলতার সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। এতে গানও গেয়েছেন তিনি। সিনেমার প্রথম গান ‘পরাধীনতার শৃঙ্খল’ আজ প্রকাশ পাচ্ছে। গানটির কথা লিখেছেন পরিচালক প্রদীপ ঘোষ, সুর সংগীত করেছেন বাপ্পা মজুমদার। এ গানে বাপ্পার সঙ্গে সহকণ্ঠ হিসেবে আছেন এলিটা করিম, অন্তু, অভিপ্রিয়, হৃদয় ও তামিম। গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘যেহেতু পরাধীনতার শৃঙ্খল একটি বিদ্রোহী গান, তাই এতে মূল কণ্ঠ হিসেবে আমার কণ্ঠ থাকার পাশাপাশি সহকণ্ঠ হিসেবে উল্লেখিতরা গেয়েছেন। সিনেমাটিতে শাহান কবন্ধের লেখা, আমার সুর করা কণার কণ্ঠে আরেকটি মৌলিক গান রয়েছে। এছাড়া দুটি দ্বিজেন্দ্র লাল রায়ের এবং একটি রবীন্দ্রনাথের গান রয়েছে। আমি বিশেষভাবে বলতে চাই এলিটার কণ্ঠে দ্বিজেন্দ্র লাল রায়ের একটি গানের কথা। তিনি চমৎকার গেয়েছেন। শ্রোতা- দর্শকেরা এলিটাকে দ্বিজেন্দ্র লাল রায়ের গানে ভিন্ন আঙ্গিকে খুঁজে পাবে। এ সিনেমার পূর্ণাঙ্গ অডিও সেকসন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড এফেক্ট আমার স্টুডিওতেই করা। অনেক বড় একটি কাজের মধ্যে আমি সম্পৃক্ত আছি, এটা আমার জন্য সত্যিই ভীষণ রকম ভালো লাগার। সিনেমাটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’

এ সিনেমায় প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। সিনেমায় আরো রয়েছেন মনোজ প্রামাণিক, কামরুজ্জামান তপুসহ অনেকে। ২৪ সেপ্টেম্বর প্রীতিলতার আত্মাহুতি দিবস উপলক্ষে ‘বীরকন্যা প্রীতিলতা’-র ফার্স্ট লুক টিজার প্রকাশ পায়। এতে প্রীতিলতা রূপে প্রশংসা পাচ্ছেন তিশা, অন্যদিকে রামকৃষ্ণ বিশ্বাসের চরিত্রে মনোজ প্রামাণিক দর্শকের প্রশংসা পাচ্ছেন। দেশের জন্য প্রীতিলতার আত্মাহুতি তুলে আনা হয়েছে বীরকন্যা প্রীতিলতার মধ্য দিয়ে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button