রাজনীতি

ছাত্রলীগের জাতীয় সম্মেলন ৩ ডিসেম্বর

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

শুক্রবার (০৪ নভেম্বর) আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই তারিখ নির্ধারণ করা হয়।

সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

সর্বশেষ ২০১৮ সালের মে মাসে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন হয়। একই বছরের ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরীকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে ঘোষণা করা হয় কেন্দ্রীয় কমিটি। উন্নয়নপ্রকল্প থেকে চাঁদা দাবিসহ নানা অভিযোগে ২০১৯ সালের সেপ্টেম্বরে রেজওয়ানুল ও রাব্বানী পদ হারান।

এরপর আল নাহিয়ানকে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও লেখক ভট্টাচার্য্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। ২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে তাঁদের ‘ভারমুক্ত’ করে দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আল নাহিয়ান ও লেখক ভট্টাচার্য্য দায়িত্ব পাওয়ার পর আওয়ামী লীগ থেকে ছাত্রলীগের দেখভালের দায়িত্বপ্রাপ্ত দলটির জ্যেষ্ঠ নেতা আবদুর রহমান সংবাদ মাধ্যমকে বলেছিলেন, রেজওয়ানুল-রাব্বানীর অবশিষ্ট মেয়াদে (১০ মাস) ছাত্রলীগের দায়িত্ব পালন করবেন নতুন দুই নেতা। তবে সেই সময়সীমা অনেক আগে শেষ হয়েছে।

‘ভারমুক্ত’ হওয়ার সময় থেকে ধরলেও ইতিমধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ (দুই বছর) পার করে ফেলেছেন আল নাহিয়ান ও লেখক ভট্টাচার্য্য।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button