আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র নয় এবার উপকূল লক্ষ্য করে গোলা নিক্ষেপ করল উত্তর কোরিয়া

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : এবার দক্ষিণ কোরিয়ার সাগর উপকূল লক্ষ্য করে মুহুর্মুহু গোলা নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে, উত্তর কোরিয়া শুক্রবার (০৪ নভেম্বর) সকালে সাগর অভিমুখে অন্তত ৮০টি গোলা নিক্ষেপ করেছে।

কোরীয় উপদ্বীপে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া তাদের যৌথ সামরিক মহড়ার মেয়াদ আরো পাঁচ দিনের জন্য বাড়ানোর ঘোষণা দেয়ার পর পিয়ং ইয়ং এ পদক্ষেপ নিল। গত সোমবার ওয়াশিংটন ও সিউল ওই যৌথ মহড়া শুরু করেছিল।

মহড়ার সময়সীমা বাড়ানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে পিয়ং ইয়ং। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি পাক জং-চোন বলেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত যৌথ বাহিনীর উস্কানিমূলক সামরিক কর্মকাণ্ডের কারণে সৃষ্ট বর্তমান পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাবে।” তিনি মহড়ার সময়সীমা বৃদ্ধির ঘটনাকে ‘একটি ভয়াবহ ভুল সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেন।

এর আগে গত কয়েকদিন ধরে উত্তর ও দক্ষিণ কোরিয়া পরস্পরের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং প্রথমবারের মতো এসব ক্ষেপণাস্ত্র দু’দেশের উপকূলে আঘাত হেনেছে। এর ফলে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার কারণে সৃষ্ট উত্তেজনা আরো বেড়ে গেছে।

পিয়ং-ইয়ং বিশাল আকারের ওই সামরিক মহড়া অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। ওয়াশিংটন ও সিউলের মধ্যকার যেকোনো মহড়াকে উত্তর কোরিয়ায় হামলা চালানোর প্রস্তুতি বলে মনে করে পিয়ং ইয়ং। উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, “আর বেশিদিন এ ধরনের সামরিক উত্তেজনা সহ্য করা হবে না।”

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button