আন্তর্জাতিক

ইসরায়েলের ক্ষমতায় আবারও নেতানিয়াহু

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর জোট। এতে ২০২১ সালের পর আবারও ক্ষমতায় বসতে যাচ্ছেন বিতর্কিত নেতানিয়াহু।

ইসরায়েলের সংসদ বা নেসেটের ১২০ আসনের মধ্যে নেতানিয়াহুর উগ্রজাতীয়তাবাদী জোট পেয়েছে ৬৪ আসন। এর মধ্যে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি পেয়েছে ৩২ আসন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়। গত মঙ্গলবার ভোট অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৪ নভেম্বর) বার্তসংস্থা রয়টার্স ও আলজাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

বেশকিছু উগ্রজাতীয়তাবাদী দলের সঙ্গে জোট গড়েছেন নেতানিয়াহু।এসব দল কয়েক বছর আগেও ইসরায়েলের রাজনীতিতে এতটা গুরুত্বপূর্ণ ছিল না।

নির্বাচন বুথের জরিপ থেকেই আগে আভাস পাওয়া গিয়েছিল যে, নেতানিয়াহুর জোট আবার ক্ষমতায় আসবে। বুধবার যখন প্রায় ৮৫ শতাংশ ভোট গণনা শেষ হয় তখন সমর্থকদের নেতানিয়াহু বলেন, ‘আমরা বড় জয়ের দ্বারপ্রান্তে আছি’, তিনি ওই সময় ‘একটি স্থিতিশীল ও জাতীয় সরকার’ গঠনের প্রতিজ্ঞা করেন।

নির্বাচনে নেতানিয়াহুর সবচেয়ে বড় জোট রিলিজিয়াস জায়োনিজম পার্টি পেয়েছে ১৪ আসন। উগ্রপন্থি এ দলটির নেতা ইতামার বেন-গেভির আপাদমস্তক একজন ফিলিস্তিনবিরোধী মানুষ। তার বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অসংখ্য অভিযোগ রয়েছে। কিন্তু আগের জোট দলগুলো নেতানিয়াহুকে প্রত্যাখান করলে এই উগ্রপন্থি দলের সঙ্গে জোট বাঁধেন তিনি।

বর্তমান প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ ফলাফল মেনে নেওয়ায় এখন ইসরায়েলে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ নেতানিয়াহুকে সরকার গঠনের আহ্বান জানাবেন। আগামী সপ্তাহে এ প্রক্রিয়া শুরু হবে। আর আগামী ২৮ দিনের মধ্যে সরকার গঠন করতে হবে। বলা হচ্ছে ইসরায়েলের রাজনীতির ইতিহাসে এবারই সবচেয়ে বেশি ডানপন্থিদের নিয়ে সরকার গঠিত হবে।

এর আগে ২০২১ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে জোট গঠন করে ক্ষমতায় আসেন নাফতালি বেনেট। ওই সময় নিজ জোটে আরব, ইসরায়েলি দলগুলোকে রেখেছিলেন তিনি। মূলত নেতানিয়াহুকে ক্ষমতা থেকেই সরানোর উদ্দেশ্য ছিল তার। এতে সফলও হন বেনেট। ২০২১ সালের নির্বাচনে হেরে গিয়ে দীর্ঘ ১২ বছর পর ক্ষমতা হারান নেতানিয়াহু। কিন্তু বেনেট তার জোটকে ঐক্যবদ্ধ রাখতে পারেননি। এতে জোট ভেঙে যায়। ফলে ইসরায়েলিদের আবারও নতুন নির্বাচনে ভোট দিতে হয়।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button