কালীগঞ্জে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামে ভুয়া প্রকল্প: ৪ জনের নামে মামলা, গ্রেপ্তার ১
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানন্ত্রীর শেখ হাসিনার নামে ভুয়া প্রকল্পে শিক্ষা বৃত্তি ও চাকুরীর প্রলোভন দেখিয়ে স্থানীয় শত শত নারীর কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার (০২ নভেম্বর) রাতে শাহিনুর আক্তার রিমা নামে এক ভূক্তভোগী নারী বাদী হয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ও ভয়ভীতি দেখানোর অভিযোগে প্রতারক চক্রের চার সদস্যর নামে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন {মামলা নাম্বার-৩(১১)২২}।
অভিযুক্ত আসামিরা হলো: কালীগঞ্জ পৌরসভার উত্তর ভাদার্ত্তী এলাকার তিলক দেওয়ানের স্ত্রী খন্দকার সালমা শওমী (৩৫) ও তার বোন ও মোক্তারপুরের শাহানাজ খন্দকার শাহীন (৪০), উত্তর ভাদার্ত্তী এলাকার কামাল উদ্দিন দেওয়ানের ছেলে তিলক দেওয়ান (৩৫) এবং স্ত্রী শাহিদা বেগম বিনা (৫২)।
এদের মধ্যে শাহিদা বেগম বিনাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অন্যরা পলাতক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামীম মিয়া।
এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্তরা বঙ্গবন্ধু থিম ও থিংক পার্ক ও শাহীন টিউটোরিয়াল নামে দুটি প্রকল্পের বিভিন্ন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে স্থানীয় ৩১০ জনের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়। প্রকল্পে যোগদান করলে প্রত্যেককে ২২ হাজার টাকা বেতন এবং এক হাজার টাকা হাজিরা বোনাস এবং রেশন ও তিন বছর পর পেনশন বাবদ মোট ৩ লাখ ১৫ হাজার টাকা দেয়া হবে বলে জানায়। আর্থিক সমস্যার কারনে বাদী নিজে এবং শাহিনুর (২৭), ময়না (২২), সুমি (৩২), পারুল (৪৮), বন্যা (৩০), রূপালী (৩৫), আতিকা (৩৫), ফারজানা আক্তার লোপা (২৮), রিনা (৪৫), আশু রানী (৪০), মেহনিকা (২৬) ও লিজাসহ (২৬) আরো আনুমানিক ১০০-১৫০ জন চাকরিতে যোগদান করে। চাকরিতে যোগদানের পর অভিযুক্তরা ভুক্তভোগীদের কাছ থেকে চাকরির জন্য জামানত হিসেবে ১২ হাজার টাকা ও চাকরি স্থায়ীকরণ ও সরকারিকরণ এবং বিভিন্ন প্রমোশনের কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন অংকে মোট আনুমানিক ৫০ লাখ টাকা হাতিয়ে নেয়।
এছাড়াও চাকরিতে যোগদেয়া সকলকে সদস্য ভর্তি করার জন্য চাপ প্রয়োগ করেতে থাকে এবং সদস্য প্রতি ৩’শ টাকা করে নিতে বলে। অভিযুক্তরা বঙ্গবন্ধু থিম ও থিংক পার্ক নামক প্রকল্পের নামে ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি প্রদানের কথা বলে এবং শাহীন টিউটোরিয়াল নামক প্রকল্পের নামে বিভিন্ন হস্তশিল্প কাজের কথা বলে কয়েক হাজার সাধারন মানুষের কাছ থেকে ভর্তি ফি বাবদ আরো প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নেয়।
মামলার বাদী শাহিনুর আক্তার রিমা বলেন, আমি আমার আর্থিক অস্বচ্ছলতার কারণে চাকুরী খুঁজছিলাম। ঠিক সেই সময়ে জানতে পারি বঙ্গবন্ধু থিম এন্ড থিংক পার্ক নামের প্রকল্পে জনবল নিয়োগ দেওয়া হবে। আমি ১২ হাজার টাকা জামানত দিয়ে চাকরীতে যোগ দেই। এ ছাড়াও চাকরী স্থায়ী ও সরকারীকরণসহ বিভিন্ন প্রমোশনের কথা বলে কয়েক দফায় বেশকিছু টাকা হাতিয়ে নেয় চক্রটি। তাছাড়াও আমাদের পেনশন, প্রভিডেন্ড ফান্ড ও রেশন দেওয়ার কথা বলেও টাকা হাতিয়ে নিয়েছে তারা।
মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামীম মিয়া বলেন, মামলা দায়েরের পর শাহিদা বেগম বিনাকে বৃহস্পতিবার ভোরে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরো জানতে…..
কালীগঞ্জে ইয়াবা-বিয়ারসহ আওয়ামী লীগ নেতারা স্ত্রী-ছেলে গ্রেপ্তার