পূবাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গী-ভৈরব রেল সড়কের পূবাইল ফেরিঘাট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (০২ নভেম্বর) দুপুর ১২টার দিকে ওই যুবকের খণ্ডিত লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে পুবাইল ফেরিঘাট এলাকা থেকে এক অজ্ঞাতনামা যুবকের খণ্ডিত লাশ উদ্ধার হয়। নিহতের আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর। তাঁর পরনে ছিল হালকা লাল রঙের শার্ট ও কালো প্যান্ট।
সত্যতা নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন বলেন, ওই যুবক গত রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বুধবার সকাল নয়টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে স্থানীয় স্টেশন কর্তৃপক্ষ রেললাইনে লাশ পড়ে থাকার খবর পায়। পরে দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
এএসআই ইকবাল হোসেন আরো বলেন, নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তা নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।