আইন-আদালতসারাদেশ

জালিয়াতির মামলায় এক দিনের রিমান্ডে ভোরের পাতার সম্পাদক কাজী এরতেজা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : জমি জালিয়াতির মামলায় গ্রেপ্তার ভোরের পাতার সম্পাদক কাজী এরতেজা হাসানকে এক দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন বুধবার (০২ নভেম্বর) এ আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) সেলিম খান সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আদালতের কাগজপত্রের তথ্য বলছে, জালিয়াতির মামলায় গ্রেপ্তার এরতেজাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ডের আবেদন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত এরতেজার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জমি জালিয়াতির মামলায় এরতেজাকে মঙ্গলবার গ্রেপ্তার করে পিবিআই। তাঁকে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই জানায়, এরতেজার বিরুদ্ধে রাজধানীর খিলক্ষেত থানায় জমি জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা রয়েছে। এ মামলার বাদী আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার ভাই সাইফুল ইসলাম।

গত ১ জানুয়ারি দায়ের করা এ মামলায় আরও তিনজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন আবু ইউসুফ আবদুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী।

মামলায় বলা হয়েছে, ঢাকার দক্ষিণখানে একটি বিশ্ববিদ্যালয়ের জন্য আশিয়ান গ্রুপের কাছ থেকে জমি কেনা নিয়ে জালিয়াতি করেন এরতেজা ও তাঁর সহযোগীরা। জমির দামের পুরো টাকা না দিয়ে জালিয়াতি করে রেজিস্ট্রি সম্পন্ন করার অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button