মাজারে হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়া হবে: ইরানি সেনাপ্রধান
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের চিপস অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, শিরাজ শহরের মাজারে যে হামলা হয়েছে তার সাথে জড়িত অপরাধীদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়া হবে।
তিনি বলেন, জাতীয় নিরাপত্তা, সম্প্রীতি এবং মানুষের জীবন ও সম্পদ দেশের সশস্ত্র বাহিনীর কাছে রেড লাইন।
বুধবার শেষ বিকেলে শিরাজ শহরে শাহ চেরাগের মাজারে এই গণগুলির ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন নিহত এবং প্রায় ৪০ জন আহত হয়েছে।
উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এই হামলার কথা স্বীকার করেছে। বুধবার মাগরিবের ঠিক আগ মুহূর্তে হামলা হয়। মাজারের মসজিদ কমপ্লেক্সে তখন মাগরিবের নামাজের আজান হচ্ছিল। ওই সন্ত্রাসী কালাশনিকভ রাইফেল নিয়ে মুসল্লিদের উপর নির্বিচারে গুলি চালায়। এ সময় সে নিজেও আহত হয় এবং নিরাপত্তা বাহিনীর হাতে আটকা পড়ে।
হামলা প্রসঙ্গে বৃহস্পতিবার এক বিবৃতিতে জেনারেল বাকেরি বলেছেন, দেশের নিরাপত্তা এবং গোয়েন্দা কর্মকর্তারা শিগগিরি দেশীয় এবং বিদেশি পরিকল্পনাকার ও অপরাধীদের এই ঘৃণ্য হামলার জন্য শাস্তির আওতায় আনবে।
ইরানের সেনাপ্রধান জোর দিয়ে বলেন, এই ষড়যন্ত্র হিব্রু, আরবি এবং পশ্চিমা ভাষায় নির্দেশিত ও মঞ্চায়িত হয়েছে।
ইরানের জাতীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ বার্তা সংস্থা ‘নূর নিউজ’ জানিয়েছে, একজন বিদেশী নাগরিক সন্ত্রাসী এই হত্যাকাণ্ড চালিয়েছে তবে তার জাতীয়তা প্রকাশ করা হয়নি।
এদিকে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামিও বর্বর এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং অপরাধীদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।