আলোচিততথ্য প্রযুক্তি

বিশ্বব্যাপী হোয়্যাটসঅ্যাপ পরিষেবা ব্যাহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বিশ্বব্যাপী হোয়্যাটসঅ্যাপের পরিষেবা ব্যাহত হচ্ছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে বা গ্রহণ করতে পারছেন না বলে জানা গেছে।

বিশ্বব্যাপী অনলাইন প্ল্যাটফর্ম পরিষেবা ব্যাহত হওয়ার ওপর নজনদারি করা ডাউনডিটেক্টর জানিয়েছে, হোয়াটসঅ্যাপের বিভ্রাটের রিপোর্ট করা লোকের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিভিন্ন স্থানে হোয়াটসঅ্যাপ তাদের পরিবেষা দিতে পারছে না। ফলে মেসেজ পাঠানো ও গ্রহণ করা সম্ভব হচ্ছে না।

আন্তর্জাতিক গণমাধ্যম এএনআই এক টুইট বার্তায় জানায়, দুপুরের পর থেকে হোয়াটসঅ্যাপ তাদের পরিবেষা দিতে পারছে না। তবে কী কারণে এ সমস্যা হচ্ছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার এক মুখপাত্র বলেন, “ব্যবহারকারীদের সমস্যা সম্পর্কে আমরা অবগত রয়েছি। বিষয়টি দ্রুত সমাধানের জন্য কাজ চলছে। আশা করছি দ্রুতই এর সমাধান হবে।”

গেলো কয়েকদিন ধরেই মেটা নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। এরআগে ফেসবুকের বাগ নিয়ে বড় ধরনের সমস্যায় পড়েছিল প্রতিষ্ঠানটি। তাদের বিগ প্রজেক্ট মেটাভার্স নিয়েও শংঙ্কায় রয়েছে এই টেক জায়েন্ট।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button