বিজ্ঞান ও প্রযুক্তি

কম্পিউটার সিস্টেমের জন্য মাইক্রোসফটের নতুন অ্যাপ

গাজীপুর কণ্ঠ, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কম্পিউটার সিস্টেম পরিষ্কারের পাশাপাশি কার্যক্ষমতা আরো বাড়াতে নতুন অ্যাপ নিয়ে কাজ করছে মাইক্রোসফট। বর্তমানে অ্যাপটি বেটা ভার্সনে রয়েছে এবং ধারণা করা হচ্ছে নির্দিষ্ট কিছু বাজারের জন্য এটি আনা হবে। বর্তমানে মাইক্রোসফট স্টোরে একই কাজ করে এমন একাধিক অ্যাপ রয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া।

মাইক্রোসফটের ওয়েবসাইটে চীনা ভাষায় অ্যাপটি সম্পর্কে বিস্তারিত প্রথম দেখতে পায় দ্য ভার্জ। অ্যাপটির নাম পিসি ম্যানেজার। উইন্ডোজ ১০ ও তার পরবর্তী ভার্সনসংবলিত ডিভাইসে এটি ব্যবহার করা যাবে। চীনা ভাষায় লিখিত বর্ণনার মর্মার্থ হলো, সিস্টেম জাংক পরিষ্কার করুন, দখলকৃত জায়গা খালি করে কম্পিউটারকে নতুন করে নিন। অ্যাপটি সিস্টেম স্টোরেজ পরিষ্কারের মাধ্যমে ব্যবহারকারীদের বড় ফাইল নিয়ন্ত্রণের সুবিধা দেবে এবং কম্পিউটারের স্টোরেজ খালি করার মাধ্যমে পিসির কার্যকারিতা বাড়াতে সহায়তা করবে।

নিরাপত্তার বিষয়ে মাইক্রোসফটের দাবি, অ্যাপটি ব্যবহারে একবার ক্লিক করার মাধ্যমে কম্পিউটারের যেকোনো সমস্যা দ্রুত শনাক্ত করা যাবে, জাংক পরিষ্কার করা যাবে, ভাইরাস শনাক্ত করা যাবে এবং সিস্টেম রিস্কের সমাধান করা যাবে। বিস্তারিত বর্ণনায় আরো বলা হয়, মাইক্রোসফট পিসি ম্যানেজারের সঙ্গে উইন্ডোজ ডিফেন্ডার যুক্ত। তাই এটি কম্পিউটারকে সুরক্ষিত রাখবে।

যেহেতু অ্যাপটির বেটা ভার্সন মাইক্রোসফটের ওয়েবসাইটে দেখা গেছে তাই এটি নিশ্চিত যে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি এটি শিগগিরই উন্মোচন করবে। তবে চীনা ভাষায় লিখিত বর্ণনার কারণে ধারণা করা হচ্ছে অ্যাপটি নির্দিষ্ট কিছু বাজারে ছাড়া হবে। বর্তমানে মাইক্রোসফট তাদের স্টোরে ব্যবহারকারীদের জন্য পিসি ক্লিনার অ্যাপ সরবরাহ করছে। অ্যাপের ডেসক্রিপশন বক্সে বলা হচ্ছে যে এটি সিক্লিনার, ক্লিনমাস্টারসহ অন্যান্য ক্লিনার অ্যাপের বিকল্প।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button