রুশভাষী লোকজন জাতিগত শুদ্ধি অভিযানের ভয় করছে

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের বিভিন্ন শরণার্থী শিবিরে বসবসারত রুশভাষী লোকজন জাতিগত শুদ্ধি অভিযানের আশংকা করছেন। তাদের আশংকা- সম্ভাব্য অভিযানের সময় ইউক্রেনের সেনারা তাদের জাতিগত পরিচয়ের কারণে হত্যা করবে।
ইরানের প্রেস টিভি জানিয়েছে, লুহানস্কের একটি শরণার্থী শিবিরের এক নারী টেলিভিশন ক্যামেরার সঙ্গে কথা বলেননি শুধু এই আশংকায় যে, এতে তিনি রুশপন্থি বলে প্রমাণিত হবে এবং তাদেরকে ইউক্রেনের সেনারা হত্যা করবে।
প্রেস টিভির প্রতিনিধি জানান, হত্যার ভয়ে শরণার্থী শিবিরের এসব রুশভাষী লোকজন সামাজিক যোগাযোগের মাধ্যম টেলিগ্রাম চ্যানেলও ব্যবহার করেন না। টেলিগ্রাম চ্যানেল ব্যবহার করা লোকজনকে ইউক্রেনের সেনারা রুশ সেনাদের সহযোগী বলে আখ্যা দিয়ে থাকে।
যুদ্ধরেখার আশপাশের লোকজন যারা ইউক্রেনের নাগরিক তারা পশ্চিমে পালিয়ে গেছেন। আর যারা রুশপন্থি তারা পূর্ব দিকে চলে গেছেন। এক সময়ের মিশ্র ইউক্রেনকে এই যুদ্ধরেখা সুস্পষ্টভাবে আলাদা করে ফেলেছে।
সম্প্রতি দোনবাস, লুহানস্ক, খেরসন ও যাপোরিযিয়া অঞ্চল গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে। এরপর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব অঞ্চলের নিরপাত্তা নিশ্চিত করতে সেখানে সামরিক শাসন জারি করেছেন। এসব অঞ্চলকে পুতিন রাশিয়ার অংশ হিসেবেই বিবেচনা করছেন। ফলে সেখানকার জনগণকে রক্ষার জন্য রুশ সেনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে মনে করা হচ্ছে