আলোচিত

টাকার বিনিময়ে বান্দরবানে জঙ্গিদের প্রশিক্ষণ দেয় কেএনএফ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মাসিক তিন লাখ টাকার বিনিময়ে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়া তাদের সদস্যদের প্রশিক্ষণ দিতে বান্দরবানের কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে চুক্তি করে। ২০২১ সালে কেএনএফের প্রতিষ্ঠাতা নাথান বমের সঙ্গে এ চুক্তি করা হয়। বৃহস্পতিবার রাতে অস্ত্র–গুলিসহ সাত জঙ্গি ও তিন কেএনএফ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জঙ্গিদের প্রশিক্ষণ সংক্রান্ত এসব তথ্য দিয়েছেন গ্রেপ্তাররা।

শুক্রবার (২১ অক্টোবর)  দুপুরে বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‌্যাব।

সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, বৃহস্পতিবার রাতে রোয়াংছড়ি বাজার এলাকা থেকে তিনজন কেএনএফ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কেএনএফের সদস্যরা হলেন রোয়াংছড়ির বাজার এলাকার লালমুন সয় বমের ছেলে জৌথান স্যাং বম (১৯), লালমিন সম বমের ছেলে স্টিফেন বম (১৯) ও জিক বিল বমের ছেলে মালসম বম (২০)। তাদের বাড়ি একই উপজেলার জুরবারাংপাড়ায়। তিনজনই কেএনএফের সামরিক শাখার সদস্য ও গোপন আস্তানায় জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার সঙ্গে জড়িত।

খন্দকার মঈন বলেন, গ্রেপ্তার তিন কেএনএফ সদস্য জিজ্ঞাসাবাদে বলেছেন, কেএনএফের প্রতিষ্ঠাতা নাথান বম। জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার উপদেষ্টা শামী মাহফুজের সঙ্গে নাথান বমের একটি চুক্তি হয়। ২০২১ সালের চুক্তি অনুযায়ী, ২০২৩ সাল পর্যন্ত জঙ্গি সদস্যদের কেএনএফের গোপন আস্তানায় প্রশিক্ষণ প্রদান করার কথা। এর বিনিময়ে জঙ্গিরা কেএনএফকে মাসিক তিন লাখ টাকা এবং কেএনএফের সদস্যদের সমস্ত খরচ বহন করবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার ১০ জনের কাছ থেকে নয়টি বন্দুক, ৫০ রাউন্ড গুলি, ৬২টি কারতুজ কেইজ, ছয়টি হাতবোমা, একটি দেশীয় পিস্তল, লিফলেট, জিহাদি বই, পোশাক ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button