জাহাঙ্গীরের ‘রুল’ আপাতত শুনবেন না হাইকোর্ট!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।
রোববার (১৬ অক্টোবর) ওই রুলের শুনানির দিন ঠিক করার জন্য উপস্থাপন করা হয়েছিল। তবে এ সময় আদালত বলেন, এ বিষয়ে আপাতত হাইকোর্ট শুনবেন না।
বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার মো. বেলায়েত হোসেন সংবাদ মাধ্যমকে জানান, হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে রুলটি উপস্থাপন করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার মো. মশিউর রহমান সবুজ। তখন আদালত বলেন, আমরা এ মুহূর্তে এই রুল শুনবো না।
সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম জি সারোয়ার পায়েলও বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে রিটকারী আইনজীবী ব্যারিস্টার মশিউর রহমান সবুজ সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা রুলটি শুনানির দিন নির্ধারণের জন্য পরে আদালতে যাবো।’
গত ২৩ আগস্ট গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
গত বছরের ২৫ নভেম্বর মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় গাজীপুরের মেয়র মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগে ১৯ নভেম্বর তাকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়।