ইন্টেলের অল্ডার লেক চিপের সোর্স কোড ফাঁস
গাজীপুর কণ্ঠ, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম চিপ উৎপাদনকারী ও প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেলের অল্ডার লেক প্রসেসরের বায়োস সোর্স কোড অনলাইনে ফাঁস হয়েছে। ইমেজবোর্ড ওয়েবসাইট ফোরচ্যান ও হোস্টিং পরিষেবা প্লাটফর্ম গিটহাবে ফাঁস হওয়া সোর্স কোড প্রকাশ করা হয়েছে। খবর টমস হার্ডওয়্যার।
বায়োস সোর্স কোড ফাঁস হওয়ার বিষয়টি প্রযুক্তিবিষয়ক সাইট টমস হার্ডওয়্যার প্রথম প্রকাশ করে। এরপর ১০ অক্টোবর ইন্টেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
টমস হার্ডওয়্যার জানিয়েছে, ফাঁস হওয়া ছয় গিগাবাইট ফাইলে বায়োস বা ইউইএফআই ইমেজ তৈরি ও অপটিমাইজেশন টুল আছে। তবে ফাঁস হওয়া কোডের কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে দাবি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটির।
এক বিবৃতিতে ইন্টেল জানায়, তৃতীয় পক্ষের মাধ্যমে আমাদের নিজস্ব ইউইএফআই কোড ফাঁস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে কোনো ঝুঁকি তৈরি হবে বলে আমরা মনে করছি না। ইন্টেল কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বললেও সাইবার নিরাপত্তা গবেষকরা এরই মধ্যে সম্ভাব্য দুর্বলতার খোঁজ পেয়েছে বলে জানিয়েছে টমস হার্ডওয়্যার।
প্রাথমিক তদন্তে গোপন এমএসআরএসের (মডেল স্পেসিফিক রেজিস্টার্স) খোঁজ পেয়েছেন সাইবার নিরাপত্তা গবেষক মার্ক এরমোলোভ। টমস হার্ডওয়্যার জানিয়েছে, এ কোডগুলো সাধারণত গোপন রাখা হয়, ফলে এগুলো বেহাত হওয়া নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।
অল্ডার লেকের বায়োস সোর্স কোড ফাঁস হওয়ার পেছনে কোনো হ্যাকারের সংশ্লিষ্টতা ছিল কিনা, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি টমস হার্ডওয়্যার। ইন্টেলের পক্ষ থেকেও বিস্তারিত কিছু জানানো হয়নি।