গাজীপুর

গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা: বিএনপি-পুলিশের সংঘর্ষ

নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাজীপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা দেয়াকে কেন্দ্র করে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য ও নেতা-কর্মী আহত হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) বিকেলে বিএনপির গাজীপুর কার্যালয়ের সামনের ভাওয়াল রাজবাড়ি সড়কে এ ঘটনা ঘটেছে।

সে সময় পুলিশ লাঠিচার্জ করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় জড়িত বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত পুলিশ সদস্যরা হলো. এসআই উৎপল, কনস্টেবল কামরুল ইসলাম, মনির হোসেন ও মো. সাব্বির।

gazipurkontho

জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন জানান, সোমবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাজীপুর বিএনপির জেলা কার্যালয়ে সমাবেশ করে। পরে তার নেতৃত্বে বিএনপির কার্যালয়ের সামনের ভাওয়াল রাজবাড়ি রোডে শান্তিপূর্ণ শোক র‌্যালি বের করতে গেলে পুলিশ তাদের উপর আক্রমণ তথা লাঠিচার্জ করে। এক পর্যায়ে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় বেশ কয়েক নেতা-কর্মী আহত হন। ঘটনাস্থল ও আশেপাশের এলাকা থেকে যুবদল নেতা জাকির হোসেন ও মারুফ, ছাত্রদলের কর্মী মাজহারসহ কয়েক নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল ইসলাম জানান, সড়ক অবরোধ করে মিছিল করতে নিষেধ করলে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের উপর চড়াও হয়। এক পর্যায়ে তারা বিক্ষিপ্তভাবে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে এবং লাঠিসোটা দিয়ে হামলা চালায়। এতে মহানগর পুলিশের এসআই উৎপল, কনস্টেবল কামরুল ইসলাম, মনির হোসেন ও মো. সাব্বির হোসেন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মৃদু লাঠি চার্জ, কয়েক রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। তবে আটকের প্রকৃত সংখ্যা পরে বলা যাবে বলে জানান তিনি।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-সহকারি পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) রেজওয়ান আহমেদ সাংবাদিকদের বলেন, অনুষ্ঠান শেষ করার পরপরই তারা সড়ক অবরোধ করে মিছিল বের করার চেষ্টা করলে জনদুর্ভোগের কথা বিবেচনা করে আমরা তাদের মিছিল না করার অনুরোধ করি। এসময় তারা আমাদের অনুরোধ উপেক্ষা করে ইট-পাটকেল এবং ফ্ল্যাগের (পতাকা) ব্যানারের লাঠিসহ আমাদের উপর হামলা করে। এসময় আমাদের চার পুলিশ সদস্য আহত হয়। পুলিশ আত্মরক্ষার্থে টিয়ার্শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। আহত পুলিশ সদস্যদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button