গাজীপুর

গাজীপুরের ডিস ব্যবসায়ী হত্যাকাণ্ড: আসামী গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর শহরের পশ্চিম জয়দেবপুর ও পশ্চিম বিলাশপুর এলাকার ডিস ও ইন্টারনেট ব্যবসায়ী রাসেল মিয়া হত্যাকাণ্ডে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবারের সদস্যরা।

রোববার দুপুরে গাজীপুর সিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে নিহত রাসেল মিয়ার স্ত্রী রোজী বেগম উপস্থিত সাংবাদিকদের কাছে নিজেদের নিরাপত্তা ও হত্যাকাণ্ডের  বিচারের দাবী জানিয়ে বলেন, তার স্বামীর বৈধ ডিস ব্যবসা ও ইন্টারনেট ব্যবসা জোরপূর্বক দখলে নিতে গাজীপুর মহানগরের ২৬ নং ওয়াডের্র পশ্চিম জয়দেবপুর সাধুপাড়া এলাকায় গত ১৪মার্চ সন্ধ্যায় এলাকার চিহ্নিত খুনি, অস্ত্রবাজ সন্ত্রাসী, মাদকব্যবসায়ীরা নির্মমভাবে রাসেলকে কুপিয়ে হত্যা করে। হত্যাকান্ডের দেড় মাসেও মামলার উল্লেখযোগ্য তেমন কোনো অগ্রগতি নেই। চিহ্নিত আসামীদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণ, মাদকব্যবসা, ছিনতাই- চাঁদাবাজি সহ কয়েকটি করে মামলা বিচারাধীন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, চিহ্নিত সন্ত্রাসীদের হাতে নিহত রাসেল মিয়া ছিলেন সংসারের উপার্জনের একমাত্র ব্যাক্তি। এলাকায় আসামীদের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করার কারণে আসামীরা তার (রাসেল) উপর ক্ষীপ্ত ছিল। ১৪মার্চ সন্ধ্যায় আসামীরা পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে কুপিয়ে ও পিটিয়ে রাসেল মিয়াকে হত্যা করে। আমরা এই হত্যাকাণ্ডে বিচার ও আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

ব্যবসায়ী রাসেল হত্যাকাণ্ডে সাথে জড়িত মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ প্রশাসনের কাছে আসামীদের গ্রেফতার ও দ্রুত মামলার চার্জশীট আদালতে দাখিলের দাবী জানান।

এসময় উপস্থিত ছিলেন, নিহত রাসেলের চার সন্তান আরাফাত(১২), তাওহীদ(১০), তানহা(৮), রাহাদ(৬) ও বোন- আফরুজা আক্তার রুপালী।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button