গাজীপুরসংবাদ বিজ্ঞপ্তি

কালীগঞ্জে ঝুঁকিপূর্ণ ‘বি.এম এনার্জি’, এক লক্ষ টাকা জরিমানা আদায়

গাজীপুর কণ্ঠ ডেস্ক : আতংক এবং বড় কোন দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসনের নজরে পড়েছে কালীগঞ্জের উলুখোলা এলাকায় ‘ঝুঁকিপূর্ণ ভাবে পরিচালিত বি.এম এনার্জি (বিডি) লি: এর কার্যক্রম’।

রোববার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘বি.এম এনার্জি (বিডি) লি:’ থেকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এর ‘হালনাগাদ লাইসেন্স না থাকায়’ বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুসারে বি.এম এনার্জি (বিডি) লি: কে এই জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম।

gazipurkontho

বি.এম এনার্জি (বিডি) লি: ‘উন্মুক্ত পরিবেশে উলুখোলা এলাকায় মহাসড়কের পাশে স্থাপিত ডিপোতে এলপি গ্যাস রূপান্তর করে সিলিন্ডার ভরে তা বাজারে সরবরাহ করে আসছিল। এ নিয়ে সম্প্রতি একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়। এরই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন’।

কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবলী সাদিক বলেন, ডিসি স্যারের নির্দেশে বি.এম এনার্জি (বিডি) লি: এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এর হালনাগাদ লাইসেন্স না থাকায় এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম।

gazipurkontho

উলুখোলা পুলিশ ফাঁড়ি সংলগ্নই প্রায় তিন বৎসর যাবৎ চলছিল বি.এম এনার্জি (বিডি) লি এর কার্যক্রম। কিন্তু পুলিশের ভূমিকা ছিল রহস্যজনক। ঝুঁকিপূর্ণ ভাবে পরিচালিত বি.এম এনার্জি (বিডি) লি: থেকে নিয়মিত মাসোহারা আদায়ের অভিযোগও রয়েছে পুলিশের বিরুদ্ধে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button