বিনোদন

সাড়া ফেলেছে ‘আমার খাঁচার পাখি’ গানের মিউজিক ভিডিও

গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : দর্শক হৃদয়ে নাড়া দিয়েছে ‘আমার খাঁচার পাখি’ গানটির মিউজিক ভিডিও। সাজ্জাদের কথায় ‘আমার খাঁচার পাখি’ গানটিতে কন্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন শিল্পী মাসুম নিজেই। সঙ্গীত পরিচালনায় ছিলেন জনি।

গাজীপুরের ঐতিহ্যবাহী মনোরম লোকেশনে গানটির চিত্রায়িত হয়েছে।

গানটিতে অভিনয় করেছেন, আলোচিত মডেল আনান খান ও দোলন। গানটির ভিডিও পরিচালনায় ছিলেন সিডি চয়েস মিউজিক টিম।

অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়স মিউজিক এর ব্যানার থেকে ‘আমার খাঁচার পাখি’ ভিডিও প্রকাশ পায় গত ২৬ এপ্রিল। শুরু থেকেই আলোচনায় চলে আসে গানটি।

মাসুম বলেন, আমার ক্যারিয়ারে এই গানটি নতুন মাত্রা যোগ করেছে ধন্যবাদ সাজ্জাদকে এত সুন্দর একটি গানরে কথা আমাকে উপহার দেওয়ার জন্য। ভালোবাসা জানাই দর্শক শ্রোতাদের যারা আমার এই গানটি ভালোবেসে শেয়ার করেছেন।

সিডি চয়েস মিউজিক’র কর্ণধার এমদাদ সুমন বলেন, কিছু গান থাকে যা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে, তেমনই একটি গান ‘আমার খাঁচার পাখি’ । আমি আশা করি গানটি দর্শক হৃদয়ে খুব দ্রুত জায়গা করে নিবে।

https://youtu.be/Zq_3lzS6CX0

 

 

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button