বিনোদন

ছেলের সঙ্গে শাকিব-বুবলী প্রকাশ্যে, আসছে আনুষ্ঠানিক ঘোষণা

গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক :  অবশেষে থলের বিড়াল বেড়িয়ে এল। বুবলীর সন্তানের বাবা কে-এ নিয়ে যে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল তার অবসান হতে যাচ্ছে অবশেষে। এবার গুঞ্জনই সত্যি হলো। অবশেষে প্রমাণ হলো শাকিব খানই চিত্রনায়িকা বুবলীর সন্তানের বাবা। তাদের ঘর আলোকিত করে এসেছে ছেলে সন্তান। ছেলের নাম শেহজাদ খান বীর। বয়স আড়াই বছর।

সম্প্রতি ছেলে শেহজাদ খানের সঙ্গে শাকিব খান ও বুবলীর কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে।

ধারণা করা হচ্ছে, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দিনের যেকোনো সময়ে শাকিব খান ও বুবলীর কাছ থেকে নিজেদের ভেরিফায়েড ফেসবুকের মাধ্যমে তাদের সন্তান শেহজাদ খানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলবেন।

জানা গেছে, বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্র সন্তানের জন্ম দেন। ২০২০ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বুবলী। সেখানে সন্তান জন্ম দিয়ে ৯ মাসের আড়াল ভেঙে তিনি সবার সামনে আসেন।

কিন্তু হঠাৎ করেই শাকিব ও বুবলীর সম্পর্ক অবনতি হতে থাকে। শাকিবের সঙ্গে অন্য নায়িকার প্রেমের গুঞ্জনও রটে মিডিয়াতে। বুবলী সম্প্রতি ফেসবুকে প্রকাশ করেন নিজের বেবি বাম্পের দুটি ছবি। ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘আমার জীবনের সঙ্গে আমি। আমেরিকা ফিরে দেখা।’

এরপর থেকেই সিনেমাপাড়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। অনেকদিন থেকেই মিডিয়াতে চাউর হয়েছে সন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। সেই গুঞ্জনই সত্যি হলো অবশেষে।

শাকিব খান ও বুবলী দুজনের কেউই বিষয়টি নিয়ে পরিষ্কার করে কিছু না বললে, তাদের ঘনিষ্ঠজনদের কাছ থেকে শুক্রবার শাকিব খান ও বুবলীর সন্তান শেহজাদ খানের সঙ্গে বাবা-মায়ের কয়েকটি স্থিরচিত্র পাওয়া যায়।

এদিকে পারিবারিক সূত্র ও দুজনের ঘনিষ্ঠজনদের কাছে থেকে জানা গেছে, শুক্রবার দিনের যেকোনো সময়ে শাকিব খান ও বুবলীর কাছ থেকে নিজেদের ভেরিফায়েড ফেসবুকের মাধ্যমে তাদের সন্তান শেহজাদ খানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলবেন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button