সারাদেশ

ময়মনসিংহে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হজরত আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত হজরত আলী মাদক মামলার আসামি।

শুক্রবার রাত ১টার দিকে উপজেলার সাভার গ্রামের কমিউনিটি ক্লিনিকের পেছনে গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত হজরত আলী উপজেলার সাভার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা করছে এমন খবর পেয়ে পুলিশের দুটি দল অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় হজরত আলীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি কার্তুজ, ১৫ রাউন্ড গুলি, ৩০০ গ্রাম হেরোইন ও ২০০ ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছেন এই কর্মকর্তা। নিহত হজরতের বিরুদ্ধে মাদকসহ ১০টি মামলা রয়েছে বলেও জানান ওসি আকন্দ।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button