শিক্ষা

ফণীর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪ মে’র পরীক্ষা স্থগিত

গাজীপুর কণ্ঠ, শিক্ষা ডেস্ক : ঘূর্ণিঝড় ফণীর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪ মে’র সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরুজ্জামান স্বাক্ষরিত আদেশে পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি।

আগামী ৪ মে শনিবার ডিগ্রির বিবিএ চতুর্থ সেমিস্টার, অনার্স বিএড অনার্স ডিগ্রি (পাস) পরীক্ষা হওয়ার কথা ছিল বলে জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য ও পরামর্শ দফতরের জনসংযোগ পরিচালক মো. ফয়জুল করিম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ৪ মে’র সকল পরীক্ষা অনিবর্য কারণে স্থগিত ঘোষণা করা হলো। স্থগিত পরীক্ষাগুলোর সংশোধিত তারিখ পরবর্তীতে জানানো হবে। এছাড়া অন্য সব পরীক্ষার সময় ও তারিখ অপরিবর্তিত থাকবে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button